বছর শুরুতেই ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে তরজা, আমেরিকার দাবি নস্যাৎ মোদী সরকারের

Published : Jan 09, 2026, 06:08 PM IST

PM Modi On America Tread Deal: ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে মোদীই নাকি ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলছেন না। সেই কারণেই স্থগিত রয়েছে দুই দেশের চুক্তি। আমেরিকার এমন দাবি নিয়ে এবার মুখ খুলল ভারত। কী বলল কেন্দ্র? বিস্তারিত জানুন…

PREV
15
এখনও স্থগিত ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি

মোদী ফোন করেননি তাই চুক্তি হয়নি? মার্কিন বাণিজ্য সচিবের দাবি ওড়ালো ভারত। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বহুপ্রতীক্ষিত বাণিজ্য চুক্তি কেন বাস্তবায়িত হলো না, তা নিয়ে তৈরি হলো নয়া বিতর্ক। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের দাবি সরাসরি খারিজ করে দিয়েছে ভারত। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, লুটনিকের দেওয়া তথ্য "সঠিক নয়"।

25
কী বলেছিলেন হাওয়ার্ড লুটনিক?

সম্প্রতি একটি পডকাস্টে মার্কিন বাণিজ্য সচিব দাবি করেন যে, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির রূপরেখা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শর্ত ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ফোন করে বিষয়টি চূড়ান্ত করতে হবে।

35
হাওয়ার্ড লুটনিকের দাবি ঘিরে জল্পনা

চুক্তি প্রায় তৈরি ছিল। কিন্তু প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেননি। ভারত হয়তো এই সরাসরি যোগাযোগের বিষয়ে স্বচ্ছন্দ ছিল না, তাই চুক্তিটি আর এগোয়নি।" লুটনিক আরও দাবি করেন যে, ভারত এই সুযোগ হারানোয় আমেরিকা ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলোর সঙ্গে চুক্তি সেরে ফেলেছে এবং এখন ভারতের জন্য সেই পুরনো শর্তে ফিরে আসা কঠিন।

45
ঠিক কী বলেছে আমেরিকা?

ট্রাম্প-মোদি ফোনালাপ ঘিরে জল্পনা যেন ক্রমশ বাড়ছে। আমেরিকার দাবি, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সেই বিশেষ মুহূর্তে কোনও ফোনালাপ হয়নি, যা অত্যন্ত নির্ণায়ক হতে পারত। কূটনৈতিক স্তরে এই বিলম্ব বা নীরবতা ভারতকে আলোচনার টেবিলে কিছুটা পিছিয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। 

55
আমেরিকার দাবি খারিজ ভারতের

এদিকে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে আমেরিকার আজব দাবি নস্যাৎ করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যাখ্যান করার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল। এমনকি ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষাতেও ভারত কোনও সমর্থন না জানানোয় এই তিক্ততা আরও বৃদ্ধি পায়। আর এবার শুরু হলো ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে তরজা। 

Read more Photos on
click me!

Recommended Stories