‘প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যথাযথ প্রস্তুত রয়েছে ভারত’, চিন-পাকিস্তানের প্রতি ফের কড়া বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

সীমান্ত সংক্রান্ত বিষয়ে ভারতকে যে কোনও দেশই ‘বাধ্য’ করতে পারবে না, সে কথা চিন ও পাকিস্তানের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এস জয়শঙ্কর।

ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) চিনের গোলযোগ বাধাবার ‘দৃঢ় এবং কঠোর’ জবাব দেওয়া হবে বলে উল্লেখ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লাদাখে ২০২০ সালে চিন সেনার অনুপ্রবেশের জবাব এবং সাম্প্রতিককালে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারতীয় সেনার প্রত্যাঘাতের কথা স্মরণ করিয়েছেন বিদেশমন্ত্রী।

সীমান্ত সংক্রান্ত বিষয়ে ভারতকে যে কোনও দেশই ‘বাধ্য’ করতে পারবে না, সে কথাও চিন ও পাকিস্তানের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন এস জয়শঙ্কর। তুঘলক পত্রিকার ৫৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে চেন্নাই শহরে বক্তব্য রাখেন ভারতের বিদেশমন্ত্রী। এই বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতেই ভারতের এই কঠোর পদক্ষেপ। এই প্রসঙ্গে ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের কথাও উল্লেখ করেছেন এস জয়শঙ্কর।

Latest Videos

চেন্নাইয়ে তুঘলক পত্রিকার অনুষ্ঠানে জয়শঙ্কর বলেছেন, “সীমান্তে চিন অস্থিরতা তৈরির চেষ্টা করছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিন বড় আকারের সেনার মোতায়েন করছে এবং চুক্তি ভঙ্গ করছে। কোভিডের মহামারীর সময়েও তাদের এই কার্যকলাপ বন্ধ ছিল না। আমরাও কঠোর এবং দৃঢ় প্রত্যুত্তর দিয়েছি।” কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ এবং তার কড়া জবাবের বিষয়টিও এ দিন উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী। উরি এবং বালাকোট এয়ার স্ট্রাইকের গুরুত্ব উঠে এসেছে তাঁর কথায়। তিনি বলেন, “আমাদের মেনে নেওয়ার মানসিকতা জঙ্গি কার্যকলাপকে সুবিধা পাইয়ে দিয়েছিল। সে জন্যই উরি এবং বালাকোট এয়ার স্ট্রাইক দরকার ছিল। এর মাধ্যমে কড়া বার্তা পৌঁছে দেওয়া গিয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনও অবস্থা পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমাদের সেনাও সজাগ রয়েছে।”

ভারত-চিন সীমান্তের দুর্গম এলাকায়, প্রবল ঠান্ডার মধ্যেই ভারতীয় সেনার জওয়ানদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন তিনি। “সারা বিশ্ব দেখেছে চিনকে কী ভাবে জবাব দিয়েছে ভারত। জাতীয় নিরাপত্তায় কোনও আপোষ করিনি আমরা। এ ব্যাপারে কেউ আমাদের বাধ্য করতে পারবে না”, বিশ্বের আঙিনায় ভারতের হয়ে সীমান্ত-পার্শ্ববর্তী দেশগুলির উদ্দেশ্যে কড়া মনোভাব দেখিয়েছেন বিদেশমন্ত্রী।

আরও পড়ুন-
সেনা দিবসের বিশেষ প্যারেড আয়োজিত হল না রাজধানী দিল্লিতে, শহর বদলে অনুষ্ঠান হল বেঙ্গালুরুতে
নরেন্দ্র মোদীর আগে ভারতে তাঁর মতো উন্নয়ন কেউ করতে পারেনি: পাকিস্তানের সংবাদপত্রে চাঞ্চল্যকর দাবি শাহজাদ চৌধুরীর
নেপালের পোখরায় বিমান ভেঙে ৪ ভারতীয়-সহ ৭২ জনের মৃত্যু, অবতরণের সময় পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বিমানটি

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর