Heatwave: আর কতদিন সারা দেশে সূর্যের চোখরাঙানি চলবে? কী বার্তা মৌসম ভবনের?

দেশের বিভিন্ন রাজ্যে সরকারিভাবে বর্ষা প্রবেশ করেছে। কিন্তু তা সত্ত্বেও সূর্যের প্রখর তাপ কমছে না। দেশের বেশিরভাগ রাজ্যের মানুষই দীর্ঘায়িত গ্রীষ্মের দাপটে অস্থির হয়ে উঠেছেন।

দক্ষিণবঙ্গের বাসিন্দারাই শুধু নন, সারা দেশের মানুষই বৃষ্টির জন্য হাপিত্যেশ করছেন। দীর্ঘদিন ধরে চলা তাপপ্রবাহে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছেন। কিন্তু কোনও সুরাহা পাওয়া যাচ্ছে না। বারবার তাপপ্রবাহের সতর্কতা জারি করে চলেছে মৌসম ভবন। এছাড়া কোনও নতুন বার্তা নেই। বুধবার মৌসম ভবনের পক্ষ থেকে নতুন করে জানানো হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার উত্তরপ্রদেশের পশ্চিমাংশে তাপপ্রবাহের রেড অ্যালার্ট রয়েছে। বুধবার উত্তরপ্রদেশের পূর্ব অংশেও তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও বিহারে তাপপ্রবাহের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরপ্রদেশের পশ্চিমাংশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের পূর্ব অংশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার জম্মু, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।

সারা দেশেই চলছে তাপপ্রবাহ

Latest Videos

মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশ, হরিয়ানার অনেক জায়গা, চণ্ডীগড়-দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ডের দক্ষিণ অংশ, হিমাচল প্রদেশ, বিহারের কিছু অংশ, মধ্যপ্রদেশের উত্তর-পূর্ব অংশ, ওড়িশা, ঝাড়খণ্ড ও জম্মুতে অত্যধিক তাপমাত্রা দেখা গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। উত্তরপ্রদেশের ওরাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

 

কবে আসবে বর্ষা?

মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ দিনে হিমালয়ের পাদদেশের পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, ঝোড়া বাতাস, বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও আশেপাশের অঞ্চল, অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হড়পা বানের আশঙ্কাও রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Weather: বাংলায় নেমে গেল বর্ষা! আর মেঘ কাটছে না আকাশ থেকে, অবশেষে স্বস্তির খবর আবহাওয়া দফতরের

Rain Update: একেবারে ১০০ শতাংশ সঠিক তথ্য! ২ দিনের মধ্যে কমবে তাপমাত্রা, শিঘ্রই আসছে বর্ষা

Weather News: সকাল থেকেই মেঘলা আকাশ, কয়েক ঘন্টার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে জেলায় জেলায়, কোথায় কখন হবে বৃষ্টি?

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল