এবার ইতালিকে সরিয়ে বিশ্বে করোনা সংক্রমণে ৬ নম্বরে ভারত, দৈনিক আক্রান্তের সংখ্যায় ফের নয়া রেকর্ড

  • বিশ্বে করোনা আক্রান্ত দেশ হিসাবে ৬ নম্বরে উঠে এল ভারত
  • আক্রান্তের সংখ্যায় ভারত এবার ইতালিকে পার করে গেল 
  •  মৃতের সংখ্যায় দেশগুলির মধ্যে বর্তমানে ১২ নম্বরে রয়েছে ভারত
  • দেশে ৪৮ শতাংশের বেশি আক্রান্ত সুস্থ হয়েছেন দাবি স্বাস্থ্যমন্ত্রকের

গত কয়েকদিন ধরে প্রতিদিন দৈনিক আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ে চলেছে ভারত। শনিবারও সেই ধারা বজায় থাকল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ শুক্রবারের রেকর্ডও ভেঙে দিল। শুক্রবার দেশে করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন ৯,৮৫১ জন। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যাটা দাঁড়াল ৯,৯৮৭ তে। যার পলে বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ তে।

 

Latest Videos

 

মৃতের সংখ্যাও এবার দৈনিক তিনশো ছুঁই ছুই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা প্রাণ কড়েছে ২৯৪ জনের। ফলে কোভিড ১৯ রোগে ভারতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৬৪২। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা মুক্ত মানুষের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৭৩ জন। ফলে ভারতে সক্রিয় করোনা রোগী এখন রয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৯৪২। এদেশে এখনও পর্যন্ত ৪৮ শতাংশের বেশি করোনা রোগী সুস্থ হয়ে উঠেছে বলে দাবি করছে স্বাস্থ্যমন্ত্রক।

এদিকে মহারাষ্ট্র এখনও দেশের মধ্যে করোনা সংক্রমণে এক নম্বর জায়গা ধরে রেখেছে। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সংক্রমণের শিকার হয়েছে ২,৪৩৬ জন। আর রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৮৪৯। 

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ লক্ষ ছাড়াল, গবেষণা বলছে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন টেকো ব্যক্তিরা

নিজের সিদ্ধান্ত থেকে এবার পিছু হটল 'হু', ফের শুরু হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল

হাইড্রোক্সিক্লোরোকুইনকে নিয়ে বিতর্ক অব্যাহত, প্রতিরোধ ক্ষমতা গড়তে ব্যর্থ ফের দাবি উঠল গবেষণায়

গত ২৪ ঘণ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে করোনা সংক্রমমের শিকার হয়েছেন ৫০০ জন। ফলে রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। তবে এখনও করোনা আক্রান্তের রাজ্যের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার ১,৪৩৮ জন। ফলে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৬৯৪। 

গত কয়েকদিন ধরে করেলর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে সংক্রমণের শিকার হয়েছেন শতাধিক। ফলে কেরলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৬৯৯। 

গত সপ্তাহেই করোনা সংক্রমণের সংখ্যা চিনকে ছাড়িয়ে বিশ্বের মধ্যে ৯ নম্বর স্থানে উঠে এসেছিল ভারত। এরপর একে একে ফ্রান্স ও জার্মানিকেও পেছনে ফেলে দেয় দেশ। এবার করোনা আক্রান্তের সংখ্যায় ইতালিকেও ছাড়িয়ে গেল ভারত। আক্রান্ত দেশ হিসাবে বিশ্বে ভারতের নাম উঠে এল তালিকার ৬ নম্বরে। বর্তমানে ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ৫৩১। সেখানে শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে ভারতের আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭। শুধু আক্রান্ত নয় মৃতের তালিকাতেও উঠে এসেছে ভারত। করোনায় মোট মৃতের সংখ্যায় দেশগুলির মধ্যে বর্তমানে ১২ নম্বরে রয়েছে ভারত। 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report