চিনের পর এবার কি পাক সীমান্তেও অশান্তি কমবে, সীমান্ত সংঘর্ষ বন্ধ করতে সহমত পাকিস্তান

নিয়ন্ত্রণ রেখা এলাকায় মেনে চলা হবে 
ভারতের সঙ্গে সহমত পোষণ করেছে পাকিস্তান 
সংঘর্ষ বিরতির চুক্তির শর্ত মেনে নিয়েছে 
গত সপ্তাহ থেকেই লাদাখ সেক্টরে কমেছে অস্থিরতা 
 

নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় মেনে চলা হবে সংঘর্ষবিরত চুক্তি। এই বিষয়ে ভারতের সঙ্গে সহমত প্রকাশ করেছে পাকিস্তানও। বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখা ও অন্যান্য খাতে বারবার সংঘর্ষবিরতি চুক্তি সংক্রান্ত সমস্ত শর্ত মেনে চলা হবে। বুধবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে সংঘর্ষবিরতি সংক্রান্ত সিদ্ধান্ত। 

২০০৩ সালে ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষর করেছিল। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে চুক্তি পালনের থেকে অফিসাল কাজই বেশি হয়েছে। কিন্তু চুক্তিটিকে কার্যকর করতে নতুন করে আলোচনা হয়েছিল দুই দেশের মধ্যে। মিলিটারি অপারেশনস -এর প্রধাম বা ডিজিএম হটলাইন যোগাযোগের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা ও অন্যান্য সমস্ত সেক্টরে মুক্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার বিষয় নিয়ে পর্যালোচনা করেন। সীমান্তে পারস্পরিক সহযোগিতা ও শান্তি স্থাপনের স্বার্থে দুই ডিজিএম বৈঠক করেন। সেখানে একে অপরের উদ্বেগ দূর করতে তাঁরা সক্ষম হয়েছেন বলেও সেনা সূত্রে জানান হয়েছে। 

Latest Videos

যৌথ বিবৃতিতে বলা হয়েছে ভারত পাকিস্তান দুই পক্ষই ২৪ ও ২৫ ফেব্রুয়ারির মধ্য়রাত থেকে নিয়ন্ত্রণ রেখা ও অন্যান্য সেক্টরে সমস্ত চুক্তি মেনে চলবে। গুলি চানালো বন্ধ করার বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে পুনরায় হটলাইনে যোগাযোগ  ও সীমান্ত পতাকা বৈঠকের প্রক্রিয়াগুলি অপ্রত্যাশিত পরিস্থিতি বা ভুল বোধাবুঝি সমাধানের জন্য ব্যবহার করা হবে। মে মাসের গোড়ার দিতে লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি বলেছিলেন গত তিন বছরে ১০ হাজারেও বেশি পাকিস্তান সীমান্ত যুদ্ধ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আর তাতে নিরাপত্তারক্ষীদের পাশাপাশি সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে।  

সোশ্যাল মিডিয়া ও OTT প্ল্যাটফর্মের জন্য কড়া নির্দেশিকা, ত্রিস্তরীয় নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থা ঘোষ...

কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজ ভারি হচ্ছে বাতাস, রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে রুটমার্চ ...

গত সপ্তাহে পূর্ব লাদাখ সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে চিন। কিছুটা হলেও পূর্ব লাদাখ সেক্টরে স্থিতাবস্থা ফিরে আসছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার পাকিস্তানের সঙ্গে যদি সীমান্ত সংঘর্ষ বব্ধ হয় তাহলে উত্তর সীমান্তে কিছুটা হলেও স্বস্তি পাবে ভারতীয় জোয়ানরা। কারণ দীর্ঘ দিন ধরেই অস্থিরতার মুখোমুখি অবস্থা করছেন উত্তর সীমান্তের দায়িত্বপ্রাপ্ত জওয়ানরা।

Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি