India Pakistan Conflict: জবাব দিচ্ছে ভারত! রাজস্থানে পাক বায়ুসেনার পাইলটকে কব্জায় নিল ভারত

Published : May 08, 2025, 11:20 PM ISTUpdated : May 09, 2025, 01:14 AM IST
fighter jets

সংক্ষিপ্ত

India Pakistan Conflict: পাক বায়ুসেনার পাইলট এবার ভারতের কব্জায়। তাঁকে আটক করা হয়েছে। 

India Pakistan Conflict: যুদ্ধবিমান নিয়ে জয়সালমীরে ঢুকে পড়েছিল ওই পাইলট। সূত্রের খবর, তারপরী ফাইটার জেট থেকে নামতে চেষ্টা করে সে। তখনই আটক করা হয় তাঁকে। তবে এখনও সেই পাইলটের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার, জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাত সহ একাধিক রাজ্যের বহু এলাকা লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। তবে এখনও পর্যন্ত পাক সেনার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে। যোগ্য জবাব দিয়েছে ভারত এবং সফলভাবে সেইসব মিসাইল এবং ড্রোন আটকে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। 

একাধিক ড্রোন এবং মিসাইল গুলি করে নামানো হয়েছে মাটিতে। সেইসঙ্গে, পাক বায়ুসেনার এফ-১৬ জেট গুলি করে নামিয়েছে ভারত। এছাড়াও দুটি জে-১৭ বিমান নিকেশ করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ইতিমধ্যেই এই বিষয়টি স্বীকারও করে নিয়েছে পাকিস্তান।

 

 

এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রাজস্থানে পাক বায়ুসেনার যুদ্ধবিমান নিয়ে ঢুকে পড়ে এক পাইলট। ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়ে যায় সেই যুদ্ধবিমান। তাই বিমান থেকে নেমে পড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল সেই পাকিস্তানি পাইলট। তারপরেই তাঁকে আটক করেছে সেনা। এখনও অবশ্য পাক পাইলটের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি সেনার তরফ থেকে।

জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাত সহ একাধিক রাজ্যের বহু এলাকা লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। তবে এখনও পর্যন্ত পাক সেনার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে। যোগ্য জবাব দিয়েছে ভারত এবং সফলভাবে সেইসব মিসাইল এবং ড্রোন আটকে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!