India Pakistan News: পাকিস্তানের সঙ্গে সোমবার আলোচনা ভারতের! কোন কোন বিষয় উঠতে পারে আলোচনায়?

Published : May 12, 2025, 01:36 AM ISTUpdated : May 12, 2025, 02:17 AM IST
India Pakistan

সংক্ষিপ্ত

India Pakistan News: ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতির পর সোমবার, প্রথম আলোচনায় বসতে চলেছে। 

India Pakistan News: দুপুর ১২টায় শুরু হবে সেই হাইভোল্টেজ বৈঠক। সেই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে (india pakistan war shehbaz sharif)। 

খুব স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে দেশের জনগণের মধ্যে। তবে এই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে অবশ্য ভারতের তরফ থেকে এখনও কিছু সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিন্তু পাকিস্তান ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা চাইছে, তার কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে সেই দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের কথায় (india pakistan ceasefire announced)।

 

 

কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে?

পাক প্রতিরক্ষামন্ত্রী রবিবার জানিয়েছেন, মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাকিস্তানের প্রতিনিধিরা। সেখানে সিন্ধু জলচুক্তি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গের সঙ্গেই কাশ্মীর সমস্যার বিষয়টিও পাকিস্তান আলোচনায় তুলে ধরতে পারে বলে দাবি করেছেন খোয়াজা। 

এদিকে রবিবার সন্ধ্যায়, ভারতের তিন বাহিনী মিলে একটি যৌথ সাংবাদিক বৈঠক করেছে। সেখানে ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাই নিজেও উপস্থিত ছিলেন। সোমবার তাঁর সঙ্গেই আলোচনায় বসতে চলেছেন পাক সেনার ডিজিএমও। তবে বৈঠকে ভারত কোন কোন বিষয় তুলে ধরতে পারে, তা নিয়ে অবশ্য কোনওরকম মন্তব্য করেননি তিনি।

 

 

ওই সাংবাদিক বৈঠকে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কয়েকটি কথা

'অপারেশন সিঁদুর’-এর প্রধান লক্ষ্যই ছিল জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করা। পাকিস্তানি সেনা বা সীমান্তের ওপারের বাসিন্দাদের সঙ্গে ভারতের কোনও লড়াই নেই। ভারতের লড়াই শুধুমাত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে। যে জঙ্গিদের নিধনের পরিকল্পনা করা হয়েছিল, তাদের নিকেশ করা হয়েছে। কিন্তু তারপরেও পাকিস্তানের তরফ থেকে হামল চালানো হয়েছে। সেইজন্যই ভারতকে পাল্টা জবাব দিতে হয়েছে (india pakistan war pakistan news)।

 

 

তাই কোনও ধরনের আগ্রাসী মনোভাবকে বরদাস্ত করা হবে না, সেই বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ভারতীয় সেনার ডিজিএমও ঘাই বলেছেন, শনিবার সংঘর্ষবিরতি লঙ্ঘনের বিষয়টি নিয়ে ইতিমধ্যে হটলাইনে বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানি ডিজিএমওকে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, সোমবারের বৈঠকেও সংঘর্ষবিরতি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গ নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়