India Pakistan News Live: সক্রিয় অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম! একাধিক পাক ড্রোনকে ধ্বংস করল ভারত

Published : May 09, 2025, 11:30 PM ISTUpdated : May 10, 2025, 02:07 AM IST
india pakistan news

সংক্ষিপ্ত

India Pakistan News Live: নির্লজ্জের মতো আক্রমণ পাকিস্তানের।

India Pakistan News Live: শুক্রবার, সন্ধ্যা নামতেই ফের একবার গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। কার্যত, ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয় জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। সেইসঙ্গে, রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী অঞ্চলে একের পর এক ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান (how many drones does pakistan have)। পাক সেনার ছোঁড়া সেই ড্রোনে পাঞ্জাবের ফিরোজ়পুরের তিন বাসিন্দা জখম হয়েছেন বলে জানিয়েছে রাজ্য পুলিশ। তাছাড়া বিস্ফোরণের খবর পাওয়া গেছে পোখরানেও (what is drone attack)।

অন্যদিকে, জম্মু-কাশ্মীরের আখনুর থেকে উধমপুরে ব্ল্যাকআউট করা হয়েছে। হরিয়ানার পঞ্চকুলা এবং অআম্বলাতেও সন্ধ্যা থেকে ব্ল্যাকআউট রয়েছে। ইতিমধ্যেই দিল্লীতে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এছাড়াও সেই বৈঠকে রয়েছেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারাও (latest news india pakistan)।

 

 

দেশের মোট ২৬টি জায়গায় ড্রোন হামলার চেষ্টা, জানাল ভারতীয় সেনাবাহিনী

কাশ্মীরের বারামুল্লা থেকে গুজরাতের ভুজ পর্যন্ত একাধিক জায়গার মোট ২৬টি এলাকায় ড্রোন লক্ষ্য করা গেছে। তার মধ্যে ১৪টি জায়গাকেই মূলত নিশানা করে পাকিস্তান। জম্মু, বারামুলা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা, পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা এবং রাজস্থানের লালগড় জটান, জৈসলমের, বাড়মের, গুজরাতের ভুজ, কারবেট ও লাখিনালা। 

সবকটি ড্রোন হামলাকেই পাল্টা প্রত্য়াঘাত করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ড্রোনগুলি সশস্ত্র বলে সন্দেহ করা হচ্ছে। যা সেনাবাহিনী এবং সাধারণ মানুষের জন্য যথেষ্ট ভয়ের কারণ হতে পারত।

কিন্তু ভারত তৈরি রয়েছে। দেশের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণকেই কার্যত রুখে দিচ্ছে। তবে পাঞ্জাবের ফিরোজপুরে ড্রোন হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়ে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানিয়েছে প্রশাসন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি