ফের দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ৫ হাজারের বেশি, বিশ্বে করোনা কেস ৫০ লক্ষ ছাড়াল

  • গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের শিকার ৫,৬০৯ জন
  • দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১২ হাজারের বেশি
  • মৃতের সংখ্যা ৩ হাজার চারশো ছাড়িয়েছে
  • বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮৯ হাজারের বেশি

ওড়িশা ও বাংলায় যখন তাণ্ডব চালাচ্ছে সুপার সাইক্লোন আমফান তখন গোটা দেশে নিজের  বৃদ্ধি বজায় রেখেছে করোনাভাইরাস। মঙ্গলবারের মত বুধবারও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৫,৬০৯ জন। ফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১২ হাজার ৩৫৯। 

 

Latest Videos

 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৩২ জন। ফলে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৩৫। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬৩,৬২৪। সুস্থ হয়ে উঠেছেন ৪৫,৩০০ জন।

এদিকে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে এখনও প্রথম ও দ্বিতীয়স্থানে রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজারের গণ্ডি পেরিয়েছে। তামিলনাড়ুতে সংক্রমণের শিকার ১৩ হাজারের বেশি। তৃতীয় স্থানে রয়েছে প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাত। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১২ হাজারের বেশি।

এদিকে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৩ লক্ষ ২৭ হাজারেরও বেশি মানুষের। করোনাভাইরাসকে পরাজিত করে সুস্থ জীবনে ফিরেছেন ২০ লক্ষেরও বেশি মানুষ।

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari