
Road Accidents Death: ২০২৩ সালে সারা দেশে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট নথিভুক্ত পথ দুর্ঘটনার সংখ্যা ৪,৮০,৫৮৩। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বিভাগ (Police Department) এই তথ্য জানিয়েছে। ২০২৩ সালে ভারতে পথ দুর্ঘটনা (Road Accident in India-2023) শীর্ষক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে পথ দুর্ঘটনায় মোট ১,৭২,৮৯০ জন প্রাণ হারিয়েছেন। পথ দুর্ঘটনায় জখম হন ৪,৬২,৮২৫ জন। ২০২৩ সালে সারা দেশে মোট যত পথ দুর্ঘটনা ঘটেছে, ৩১.২ শতাংশ বা ১,৫০,১৭৭টি দুর্ঘটনা ঘটেছে জাতীয় সড়ক (National Highway) ও এক্সপ্রেসওয়েতে (Expressway)। ২২ শতাংশ বা ১,০৫,৬২২টি পথ দুর্ঘটনা ঘটেছে রাজ্য সড়কে (State Highway)। বাকি ৪৬.৮ শতাংশ বা ২,২৪,৭৪৪টি পথ দুর্ঘটনা ঘটেছে অন্য সব সড়কে। এক বছরের মধ্যে সারা দেশে এত পথ দুর্ঘটনা এবং মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে।
সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের (Ministry of Road Transport and Highways) রিপোর্ট বলছে, ২০২৩ সালে পথ দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ১৮ থেকে ৪৫ বছর বয়সি ব্যক্তির সংখ্যাই বেশি। এই পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে। তরুণ প্রজন্ম বেপরোয়াভাবে গাড়ি, মোটর সাইকেল চালাচ্ছে বলে মনে করা হচ্ছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পথ দুর্ঘটনার সংখ্যা ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সে বছর পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ২.৬ শতাংশ। গাড়ির চেয়ে সাইকেল ও মোটর সাইকেলের দুর্ঘটনার সংখ্যাই বেশি। মোট দুর্ঘটনার ৬৮ শতাংশের সঙ্গেই যুক্ত পথচারী, সাইকেল ও মোটর সাইকেল।
কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে, ২০২৩ সালে সারা দেশে জাতীয় সড়কে যত দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে (Tamil Nadu)। সে বছর পথ দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।