Road Accident News: ফের পথ দুর্ঘটনার বলি দুই যুবক। দিনের ব্যস্ত সময়ে যশোর রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

DID YOU
KNOW
?
সেরা উত্তমকুমার জুটি
মহানায়ক উত্তমকুমারের সঙ্গে সবথেকে বেশি ছবিতে অভিনয় করেছেন সুচিত্রা সেন।

Madhyamgram Road Accident News: একে একুশে জুলাইয়ের জন্য রাস্তায় যানজট। তার উপরে যশোর রোডে দিনের ব্যস্ত সময়ে পথ দুর্ঘটনায় ভোগান্তি চরমে। সোমবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে যশোর রোডে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত অবস্থায় আরেক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। দিনের ব্যস্ত সময়ে যশোর রোডে জোড়া মৃত্যুতে যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। গন্তব্যে যেতে ব্যাপক ভোগান্তি পোহাতে সাধারণ মানুষদের।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মধ্যমগ্রামে পথদুর্ঘটনায় দুজনের মৃত্যু হয় সোমবার। দেহ দীর্ঘক্ষণ রাস্তায় রেখে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, ঘটনাস্থলে একজনের মৃত্যু হলেও অপর জনের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। মৃতদের নাম- এস কে কাসেদ (২৫) এবং জিয়ারুল রহমান (৩৮)। দুজনের মৃত্যু খবর পাওয়ার পরই উত্তেজিত জনতা মধ্যমগ্রাম থানায় ভাঙচুর চালায়। তবে পুলিশ কড়াকড়ি ভূমিকা নিলে উত্তেজিত জনতা পালিয়ে যায় বলে খবর। এরপর ঘটনাস্থল থেকে মধ্যমগ্রাম থানার পুলিশ পিকআপ ভ্যান ও বাইকটি বাজেয়াপ্ত করে নিয়ে আসেন। দুর্ঘটনায় বাইকটি একেবারে দুমড়েমুচড়ে গিয়েছে। অন্যদিকে পিকআপ ভ্যানে ভর্তি মাছ ছিলো। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে মাছ।

এদিকে ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মানুষজন। ভাঙচুর চালান ট্রাফিক বুথে। প্রায় ২ ঘণ্টা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

অন্যদিকে, সোমবার একুশে জুলাই উপলক্ষে রাস্তায় থাকছে সাড়ে চার হাজার পুলিশ। শহরে ত্রিস্তুরীয় নিরাপত্তার ব‌্যবস্থা করেছে পুলিশ। মঞ্চ এবং সংলগ্ন চত্ত্বর জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। সভাস্থলের আশপাশে প্রায় ১৪টি জোন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মূল মঞ্চ ভিভিআইপি জোনের মধ্যে থাকবে। সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকরা থাকবেন। এছাড়া ৩০ জন ডিসি পদমর্যাদার অফিসাররা থাকবেন। এছড়া ৭০জন এসি, ১৫০ জন ইন্সপেক্টর থাকছেন ধর্মতলা চত্বর জুড়ে। শহরজুড়ে থাকছে ৩২টি হেল্প ডেস্ক।

ধর্মতলা চত্বর মুড়ে ফেলা হচ্ছে একাধিক ওয়াচ টাওয়ারে। সভামঞ্চের কাছে তিনটি কুইক রেসপন্স টিম রাখা হচ্ছে। ধর্মতলা চত্বরে পুলিশের সিসিটিভি ক‌্যামেরা রয়েছে। সভা ঘিরে অতিরিক্ত সিসিটিভির ক‌্যামেরাও লাগানো হয়েছে। অস্থায়ী কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবে লালবাজার। রাস্তায় বেড়িয়ে কোথাও সমস‌্যায় পড়লে নিত‌্যযাত্রীরা তাদের জন্য ৩ টি হেল্প লাইন চালু করা হয়েছে ৯৮৩০৮১১১১১/৯৮৩০০১০০০০ এই নম্বরে ফোন করতে পারবেন। 

এছাড়া রয়েছে টোল ফ্রি নম্বর ১০৭৩। এছাড়া ১২টি রেডিও ফ্লাইং স্কোয়াড ও পর্যাপ্ত সংখ‌্যাক পিসিআর ভ‌্যান থাকছে। জলপথেও নজরদারি থাকছে। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম ও ডুবুরিরা থাকছে। বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষের জন্য শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ১৮ টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হচ্ছে ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।