'যুব সমাজের জন্য মারাত্মক ব্যাধি'! আইনে পরিণত হল অনলাইন গেমিং বিল, কড়া পদক্ষেপ কেন্দ্রের

Published : Aug 23, 2025, 07:15 AM IST

Online Gaming Bill 2025:  ভারতে অনলাইন গেমিং নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। রাষ্ট্রপতির অনুমোদনে আইনে পরিণত হল অনলাইন গেমিং বিল। হঠাৎ কেন এই পদক্ষেপ? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
অনলাইন গেমিং বিল

ফোন হোক কিংবা ল্যাপটপ-কম্পিউটার। কিশোর থেকে তরুণ সবাই এখন যেন বেশি করে আসক্ত হয়ে পড়েছে অনলাইন গেমে। এই অনলাইনে আর্থিক লেনদেনের মাধ্যমে গেম খেলার আসক্তি বন্ধ করতে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। লোকসভা-রাজ্যসভায় পাশের পর রাষ্ট্রপতির অনুমোদনে আইনে পরিণত হল-দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫। 

25
কেন এই পদক্ষেপ

সরকারি সূত্রে খবর, এই অনলাইন গেম খেলার বিষয়টা যেন দিন দিন বেড়েই চলেছে। ক্রমেই তা পরিণত হচ্ছে সামাজিক ব্যাধিতে। দেশের যুব সমাজকে এর আসক্তি থেকে বাঁচাতে এই পদক্ষেপ। কারণ, এই অনলাইন গেমিং অ্যাপগুলি সমাজের পক্ষে খুবই ক্ষতিকর বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী। 

35
কী বলছেন বিরোধীরা?

দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫ সংসদের উভয় কক্ষে পাশ হলেও বিরোধীদের সঙ্গে সরকার পক্ষ কোনও রকম আলোচনা করেনি বলে অভিযোগ উঠেছে। যদিও সেসব বাদ দিয়ে খুব শীঘ্রই এই সব অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ‘’এই অ্যাপগুলির কারণে প্রায় ৪৫ কোটি ভারতীয় নিজেরে পরিশ্রমের ২০ কোটি টাকা হারিয়েছেন।''

45
আর্থিক ক্ষতির মুখে কারা পড়ল?

সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ল অনলাইন গেমিং সংস্থাগুলি। কারণ, ভারতে আইপিএলের মতো খেলায় স্পনসর থাকে এই একাধিক গেমিং অ্যাপ। কিন্তু এরাই এমন একটা ফ্যান্টাসির মধ্য়ে সাধারণ মানুষকে ফেলে যে তারা অনলাইনে প্রতারণার শিকার হন। হারিয়ে ফেলেন লক্ষ লক্ষ টাকা। 

55
বন্ধ হচ্ছে কোন কোন অ্যাপ?

ভারত সরকার অনলাইন গেমিং নিষিদ্ধ করার পর, ড্রিম১১ সহ ভারতের বেশ কিছু জনপ্রিয় মোবাইল গেমিং অ্যাপ কিন্তু তাদের বিজনেস অপারেশনসে ব্যাপক বদল এনেছে। MPL, Zupee-ও বর্তমানে তাদের ব্যবসা বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে। 

Read more Photos on
click me!

Recommended Stories