আগামী ২৫ বছরের মধ্যে ভারত হতে চলেছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যা বহুল দেশ! বলছে PEW রিপোর্ট

Published : Jul 15, 2025, 07:25 PM IST
India s Hindu Muslim Population Growth Pew Research Insights for 2050

সংক্ষিপ্ত

আগামী ২৫ বছরে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত, কারণ হিসেবে কী ব্যাখ্যা দিচ্ছে গবেষকরা? রিপোর্টে উল্লেখযোগ্য পরিবর্তন ধরা পড়েছে ধর্মীয় জনসংখ্যার ক্ষেত্রে।

আন্তর্জাতিক সংস্থা পিউ (PEW Research Center) সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্র প্রকাশ করে, যেখানে বিশ্বে ধর্মীয় জনসংখ্যার বিশাল পরিবর্তন লক্ষ্য করা গেছে। রিপোর্ট বলছে, মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে। শুধু বিশ্বে নয়, ভারতেও এর প্রভাব স্পষ্ট। আগামী ২৫ বছরের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ভারত হতে চলেছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যাবিশিষ্ট দেশ, এমনটাই বার্তা PEW-এর রিপোর্টে।

PEW-এর রিপোর্টে কী দেখা গেছে?

পিউ-এর রিপোর্ট বলছে, ২০১০ সালে বিশ্বের মোট জনসংখ্যার ২৩.৯ শতাংশ ছিল মুসলিম। ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ২৫.৬ শতাংশে, অর্থাৎ মাত্র ১০ বছরেই বিশ্বজুড়ে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ৩৪.৭ কোটি। বিশেষ করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই বৃদ্ধির হার সর্বাধিক, যার মধ্যে ভারত উল্লেখযোগ্য।

এই হারে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি হতে থাকলে PEW -এর ভবিষ্যৎ বাণী অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা গিয়ে দাঁড়াবে ২.৮ মিলিয়ন। অন্যদিকে, ভারতে ২০১০ সালে মুসলিম জনসংখ্যা ছিল ১৪.৩ শতাংশ, যা ২০২০ সালে বেড়ে হয় ১৫.২ শতাংশ। এই সময়ের মধ্যে ভারতে মুসলিমদের সংখ্যা বেড়েছে প্রায় ৩.৫৬ কোটি।

এই ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করেন অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় মুসলিম জনগোষ্ঠীর উচ্চ জন্মহার। এর পাশাপাশি গৌণ কারণ হিসেবে দায়ী করা হয় ধর্মান্তকরণকেও।

রিপোর্টে হিন্দু জনসংখ্যার পরিসংখ্যান কী বলছে?

PEW -এর রিপোর্ট অনুযায়ী ২০১০ - ২০২০ সালের, এই ১০ বছরের মধ্যে বিশ্বে হিন্দুদের জনসংখ্যা বেড়েছে ১২ শতাংশ, যা মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় সমান। ২০২০ সালে বিশ্বে হিন্দুদের জনসংখ্যা দাঁড়িয়েছে ১.২ বিলিয়ন বা ১২৮ কোটি, অর্থাৎ বিশ্বের মোট জন্যসংখ্যার ১৪.৯ শতাংশ। অথচ সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারতের পরিসংখ্যানে হিন্দুদের হার সামান্য কমেছে। ২০১০ সালে ভারতে হিন্দুদের জনসংখ্যা যেখানে ছিল ৮০ শতাংশ, ২০২০ সালে সেটা কিছুটা কমে দাঁড়িয়েছে ৭৯ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী অন্যান্য ধর্মের পরিসংখ্যান কীরকম?

* খ্রিস্টান জনসংখ্যা

এই দশ বছরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যাও কমেছে কিছুটা, অন্তত পরিসংখ্যান তাই বলছে। ২০১০ সালে যেখানে বিশ্বে খ্রিস্টানদের জনসংখ্যা ছিল ৩০.৬ শতাংশ, সেখানে ২০২০ সালে টা কমে হয়েছে ২৮.৮ শতাংশ। অর্থাৎ, মোট জনসংখ্যা ২.১৮ বিলিয়ন থেকে কমে দাঁড়িয়েছে ২.৩ বিলিয়ন।

* বৌদ্ধ জনসংখ্যা

এই দশ বছরে বৌদ্ধ জনসংখ্যা হ্রাস পেয়েছে উল্লেখযোগ্যভাবে। বিশ্বে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বেশি মানুষের বাস চিনে। আর মূলত চীনে কঠোর পরিবার পরিকল্পনা ও জন্মহার নিয়ন্ত্রণ নীতির জন্য এই হ্রাস, বলে মনে করা হচ্ছে।

* নাস্তিক বা কোনো ধর্মের সাথে যুক্ত নয় যারা

বিশ্বে সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার মুসলিমদের পরেই রয়েছে নাস্তিক বা যারা কোন ধর্মের সাথে যুক্ত নয় তাদের জনসংখ্যা। এই দশ বছরে এই জনসংখ্যা ২৭ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.৯ বিলিয়ন, যা বিশ্বের মোট জনসংখ্যার ২৪.২ শতাংশ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট