India Pakistan Clash News: আর একটা হামলা হলেই 'যুদ্ধ' ঘোষণা, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের

Published : May 10, 2025, 04:47 PM ISTUpdated : May 10, 2025, 05:28 PM IST
PM Modi on Operation Sindoor

সংক্ষিপ্ত

India Pakistan War News: দিন যত এগোচ্ছে ততই বাড়ছে ভারত-পাকিস্তান (Pakistan news) সঙ্ঘাতের পরিস্থিতি। হামলা বনাম পাল্টা হামলায় উত্তপ্ত দুই দেশ।       

India Pakistan War News: দিন যত এগোচ্ছে ততই বাড়ছে ভারত-পাকিস্তান (pakistan news) সঙ্ঘাতের পরিস্থিতি। হামলা বনাম পাল্টা হামলায় উত্তপ্ত দুই দেশ। এই অবস্থায় এবার পাকিস্তানকে (Pakistan) আরও কড়া হুঁশিয়ারি দিলো নয়াদিল্লি। সরকারি সূত্রে খবর, ভবিষ্যতে ভারতে যে কোনও সন্ত্রাসী হামলাকে 'যুদ্ধ ঘোষণা' (Act of War) হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে দিল্লি। এই 'যুদ্ধ ঘোষণা' বলতে বোঝায় সশস্ত্র হামলা বা বলপ্রয়োগ। যা একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা অথবা তার জনগণের নিরাপত্তাকে বিপদের মুখে ফেলে দেয়। 

 

শনিবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করতে ভারত সরকার তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে, ভারতের যে কোনও অংশে ঘটা কোনও সন্ত্রাসী হামলার জবাবে সামরিক পদক্ষেপ নিতে তারা বিন্দুমাত্র পিছপা হবে না। এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মোদী সরকার।

India has decided that any future act of terror will be considered an Act of War against India and will be responded accordingly: Top GoI sources pic.twitter.com/zZSAXzu3o6

— ANI (@ANI) May 10, 2025

 

 এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে তাঁর বাসভবনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে একটি বৈঠকের সভাপতিত্ব করেছেন। শনিবার ভোরে পাকিস্তানের ২৬টি স্থানে হামলার জবাবে ভারতীয় সেনা বাহিনী পাকিস্তানের চারটি বিমানঘাঁটিতে হামলা চালায়। কেন্দ্রীয় সরকার একটি সাংবাদিক বৈঠকে হামলার কথা স্বীকার করেছে। পাশাপাশি জানিয়েছে পরিমিতভাবে পাকিস্তানের হামলারই জবাব দেওয়া হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সমস্ত ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং। বিক্রম মিস্রি জোর দিয়ে বলেছেন যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে পদক্ষেপ নিচ্ছে তা "উত্তেজনা বৃদ্ধিকারী" এবং "উস্কানিমূলক" হিসাবে দেখা হচ্ছে। পাশাপাশি তিনি আরও বলেছেন, পাকিস্তান ও পাকিস্তানের মিডিয়া, সোশ্যাল মিডিয়া ভারত সম্পর্কে একাধি মিথ্য তথ্য ছড়াচ্ছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, বিদেশ সচিব বলেছিলেন, "পাকিস্তানের পদক্ষেপগুলি উস্কানি এবং উত্তেজনা সৃষ্টি করেছে। এর প্রতিক্রিয়ায় ভারত দায়িত্বশীল এবং পরিমিতভাবে প্রতিরক্ষা এবং প্রতিক্রিয়া জানিয়েছে"। ভারত স্পষ্টভাবে পাকিস্তানের মিথ্যা তথ্য প্রচার প্রত্যাখ্যান করেছে, যা ভারতীয় সামরিক সম্পদ এবং অবকাঠামোর ধ্বংসের মিথ্যা দাবি করেছে।

উইং কমান্ডার ব্যোমিকা সিং যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আধমপুরে S-400 সিস্টেম, সুরাটগড় এবং সিরসার বিমানঘাঁটি, নাগরোটায় ব্রহ্মোস স্পেস এবং দেহরাঙ্গারি এবং চণ্ডীগড়ে আর্টিলারি-গানের অবস্থানের ক্ষতি করেছে এমনই দাবি করছে পাকিস্তান। পাকিস্তানের মিথ্যা তথ্য ছড়ানোর পর্দা ফাঁস করেন তিনি। তিনি জোর দিয়ে বলেছেন যে ভারত স্পষ্টভাবে এই মিথ্যা বর্ণনা প্রত্যাখ্যান করে, যা ভারতের সামরিক সক্ষমতা ক্ষুন্ন করার এবং জনসাধারণের মধ্যে ভয় সঞ্চার করার একটি বৃহত্তর কৌশলের অংশ।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল