
Operation Sindoor Targets Masood Azhar: 'অপারেশন সিঁদুর'-এ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়নি কুখ্যাত জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) প্রধান মাসুদ আজহার (Masood Azhar)। তবে তার পরিবারের একাধিক সদস্য খতম হয়েছে। এই জঙ্গি নেতার দুই শ্যালক খতম হয়েছে। তাদের মধ্যে একজন ১৯৯৯ সালে কাঠমাণ্ডু থেকে দিল্লিগামী উড়ান আইসি-৮১৪ ছিনতাইয়ের ঘটনার (IC-814 hijacking case) সঙ্গে সরাসরি জড়িত ছিল। অনেকে সন্দেহ প্রকাশ করছিলেন, পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ভারতীয় সশস্ত্রবাহিনীর হানায় হয়তো মাসুদও খতম হয়েছে। তবে এখনও এ বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি। তবে এই জঙ্গিনেতার পরিবারের ক্ষতি হয়েছে। বেশ কয়েকজন জঙ্গি খতম হয়েছে। ফলে এই অভিযান ভারতীয় সেনাবাহিনীর কাছে বড় সাফল্য। জঙ্গিদের অনেকগুলি ঘাঁটি ধ্বংস করে দিতে পেরেছে ভারত।
'অপারেশন সিঁদুর'-এ মাসুদের শ্যালক হাফিজ মহম্মদ জামিল (Hafiz Muhammed Jameel) খতম হয়েছে। সে বাহাওয়ালপুরে (Bahawalpur) জঙ্গিদের ঘাঁটি মারকাজ সুভান আল্লাহর (Markaz Subhan Allah) প্রধান ছিল। সেখানেই তাকে খতম করা হয়েছে। জইশের হয়ে অর্থ সংগ্রহ করার দায়িত্বে ছিল জামিল। সে জঙ্গিদের প্রশিক্ষণ দিত, তরুণদের মনের মধ্যে মৌলবাদ ঢুকিয়ে দিত। তাকে খতম করতে পারা ভারতের পক্ষে বড় সাফল্য। মাসুদের অপর এক শ্যালক মহম্মদ ইউসুফ আজহার (Mohammad Yusuf Azhar) ওরফে উস্তাদ জি আইসি-৮১৪ ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিল। সে কাশ্মীরে হামলার জন্য জইশের হয়ে জঙ্গিদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিত। তাকে অনেকদিন ধরেই খতম করার চেষ্টা করছিল ভারত। এবার সেই লক্ষ্যপূরণ হল।
৬ মে গভীর রাতে পাক-অধিকৃত কাশ্মীরের পাঁচ জায়গা এবং পাকিস্তানের অভ্যন্তরে চার জায়গায় অভিযান চালায় ভারত। এই অভিযানেরই নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'। এই অভিযানে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন জঙ্গিকে খতম করে দিতে সক্ষম হয়েছে ভারত। পাকিস্তানের পাঁচজন কুখ্যাত জঙ্গি মুদসসর খাদিয়ান খাস (Mudassar Khadian Khas), হাফিজ মহম্মদ জামিল, মহম্মদ ইউসুফ আজহার, খালিদ ওরফে আবু আকাশা (Khalid (Abu Akasha)), মহম্মদ হাসান খান (Mohammad Hassan Khan)। খতম হওয়া জঙ্গিদের সঙ্গে লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) ও জইশের যোগ ছিল। মুদসসর ওরফে আবু জুন্দল (Abu Jundal) লস্করের শীর্ষস্থানীয় কমান্ডার। সে মুরিদকে অঞ্চলে লস্করের ঘাঁটির দায়িত্বে ছিল। সেখানেই তাকে খতম করেছে ভারতীয় বাহিনী। এই জঙ্গির শেষকৃত্যে হাজির ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর (Pakistan Army) কর্তারা। খতম হওয়া জঙ্গিকে গার্ড অফ অনার দেয় পাক সেনা। এই ঘটনার কথা উল্লেখ করে পাকিস্তানের সেনা ও জঙ্গিদের যোগসূত্র নিয়ে আক্রমণ করেছে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।