১৪৬ কোটির দেশ হয়ে ভারত টেক্কা দিল চিনকে, তবে প্রজনন নিয়ে ভয়ঙ্কর বার্তা রাষ্ট্রপুঞ্জের

Published : Jun 10, 2025, 04:37 PM IST

জনসংখ্যায় এবার চিনকেও ছাপিয়ে যাবে ভারত। তবে তারজন্য আর বেশি অপেক্ষা করতে হবে না। চলতি বছরের শেষেই রেকর্ড তৈরি করবে ভারত।

PREV
110
জনসংখ্যায় এগিয়ে ভারত

জনসংখ্যায় এবার চিনকেও ছাপিয়ে যাবে ভারত। তবে তারজন্য আর বেশি অপেক্ষা করতে হবে না। চলতি বছরের শেষেই রেকর্ড তৈরি করবে ভারত।

210
রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। তাতেই বলা হয়েছে চলতি বছর শেষের দিকেই জনসংখ্যার নিরিখে ভারত এগিয়ে যাবে চিনের থেকে।

310
ভারতের জনসংখ্যা

ভারতের জনসংখ্যা হবে ১৪৬ কোটি। ২০২৫ সালের শেষে ভারতের জনসংখ্যা এতটাই বাড়বে বলেও জানিয়েছে।

410
আগেই পয়লা নম্বরে ভারত

২০২৩ সালের রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান অনুসারে ভারত চিনকে সরিয়ে দিয়ে এক নম্বর স্থান দখল করেছিল।

510
জনশুমারি হয়নি

ভারতে ২০১১ সালের পর থেকে আর জনশুমারি হয়নি। চলতি বছর জনশুমারি চালু হবে বলেও বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার।

610
১৪০ কোটির দেশ

বর্তমানে ভারতের জনসংখ্যা সঠিকভাবে বলা যায় না। কিন্তু ১৪০ কোটির দেশ হিসেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেন। এবার জনশুমারি হলে ভারতের জনসংখ্যার স্পষ্ট হিসেব পাওয়া যাবে।

710
বৃদ্ধির হার কমছে

রিপোর্টে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমার বার্তাও রয়েছে। রাষ্ট্র সংঘের প্রতিবেদন 'বিশ্ব জনসংখ্যার অবস্থা'য়।

810
রিপোর্টে ভয়ঙ্কর পূর্বাভাস

‘দ্য রিয়্যাল ফার্টিলিটি ক্রাইসিস’ অধ্যায় বলা হয়েছে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। প্রজনন ক্ষমতা হ্রাসের কথাও বলা হয়েছে।

910
জন্মের হার কম

এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জনসংখ্যার আকার বজায় রাখার জন্য প্রয়োজনের তুলনায় কম সন্তানের জন্ম দিচ্ছেন বলেও ওই রিপোর্ট জানাচ্ছে।

1010
বিশ্বেও একই ধারা

এই প্রবণতা শুধু ভারতে নয়, গোটা বিশ্বে। ২০২২ সালের একটি রিপোর্টে তেমনই জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। রিপোর্টে বলা হয়েছিল বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটিতে পৌঁছাতে সময় লেগেছে ১২ বছর। ৮০০ থেকে ৯০০ কোটিতে পৌঁছোতে সময় লাগবে সাড়ে ১৪ বছর।

Read more Photos on
click me!

Recommended Stories