২০২৩ সালের রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান অনুসারে ভারত চিনকে সরিয়ে দিয়ে এক নম্বর স্থান দখল করেছিল।
510
জনশুমারি হয়নি
ভারতে ২০১১ সালের পর থেকে আর জনশুমারি হয়নি। চলতি বছর জনশুমারি চালু হবে বলেও বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার।
610
১৪০ কোটির দেশ
বর্তমানে ভারতের জনসংখ্যা সঠিকভাবে বলা যায় না। কিন্তু ১৪০ কোটির দেশ হিসেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেন। এবার জনশুমারি হলে ভারতের জনসংখ্যার স্পষ্ট হিসেব পাওয়া যাবে।
710
বৃদ্ধির হার কমছে
রিপোর্টে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমার বার্তাও রয়েছে। রাষ্ট্র সংঘের প্রতিবেদন 'বিশ্ব জনসংখ্যার অবস্থা'য়।
810
রিপোর্টে ভয়ঙ্কর পূর্বাভাস
‘দ্য রিয়্যাল ফার্টিলিটি ক্রাইসিস’ অধ্যায় বলা হয়েছে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। প্রজনন ক্ষমতা হ্রাসের কথাও বলা হয়েছে।
910
জন্মের হার কম
এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জনসংখ্যার আকার বজায় রাখার জন্য প্রয়োজনের তুলনায় কম সন্তানের জন্ম দিচ্ছেন বলেও ওই রিপোর্ট জানাচ্ছে।
1010
বিশ্বেও একই ধারা
এই প্রবণতা শুধু ভারতে নয়, গোটা বিশ্বে। ২০২২ সালের একটি রিপোর্টে তেমনই জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। রিপোর্টে বলা হয়েছিল বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটিতে পৌঁছাতে সময় লেগেছে ১২ বছর। ৮০০ থেকে ৯০০ কোটিতে পৌঁছোতে সময় লাগবে সাড়ে ১৪ বছর।