অভিনন্দনদের হাতে আসছে 'অস্ত্র', সফল প্রথম বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, দেখুন ভিডিও

  • সফল হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
  • 'অস্ত্র' ক্ষেপণাস্ত্রটি একটি বিয়ন্ড ভিস্যুয়ল রেঞ্জ মিসাইল
  • ওড়িশার উপকূল থেকে ভারতীয় বায়ুসেনার একটি সুখোই বিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়
  • ডিআরডিও-কে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

amartya lahiri | Published : Sep 17, 2019 2:31 PM IST

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর), সফল হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এদিন ওড়িশার উপকূল থেকে ভারতীয় বায়ুসেনা একটি সুখোই-৩০ এমকেআই বিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছুড়ে উড়িয়ে দেয় উড়তে থাকা একটি লক্ষ্যকে।

বায়ুসেনার এক অফিসার জানিয়েছেন একেবারে পরিকল্পনামাফিক ভাবেই চলেছে সবকিছু। এই সাফল্যের জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-কে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ভারতীয় বায়ুসেলানার পক্ষ থেকে এই পরীক্ষার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

'অস্ত্র' ক্ষেপণাস্ত্রটি একটি বিয়ন্ড ভিস্যুয়ল রেঞ্জ মিসাইল বা দৃষ্টিসীমার বাইরের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০ কিলোমিটার। এটি ঘন্টায় ৫৫৫৫ কিলোমিটার গতিবেগে লক্ষ্যে আঘাত করতে পারে। আর এতে মজুত থাকে ১৫ কিলোগ্রামের উচ্চমাত্রার বিস্ফোরক যুক্ত একটি ওয়ারহেড।

Share this article
click me!