পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নেবে ভারতীয় সেনা, পথে রয়েছে একটিমাত্র বাধা

  • ফের একবার পিওকে পুনর্দখলের প্রসঙ্গ উঠল
  • কোনও মন্ত্রী নন, তুললেন স্বয়ং সেনাপ্রধান
  • তবে এর জন্য সংসদের আদেশ লাগবে আগে
  • অধিকৃত কাশ্মীর পুনর্দখলের জন্য সেনার বেশ কিছু পরিকল্পনা করা রয়েছে

 

চাইলেই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নিতে পারে। শনিবার  এমনই দাবি করলেন নয়া সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। তবে তার জন্য দরকার সংসদের আদেশ। তবে চিন অধিকৃত কাশ্মীরের কি হবে, সেই বিষয়ে কিছুই বলেননি তিনি।

ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির সময়, পাক অধিকৃত অঞ্চল-সহ সমগ্র জম্মু ও কাশ্মীরই ভারতের অন্তর্ভুক্ত বলে সংসদীয় প্রস্তাব নেওয়া হয়েছে। এবার সংসদ যদি চায় পিওকে-র দখল ফিরিয়ে নিতে তবে ভারতীয় সেনাবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান।

Latest Videos

ভারতীয় সেনাবাহিনীর পক্ষে কি সত্য়ি সত্য়ি পিওকে পুনর্দখল করা সম্ভব? জেনারেল নারভানে বলেছেন, জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর বাহিনী মোতায়েন রয়েছে। সেইসঙ্গে অধিকৃত কাশ্মীর পূনর্দখলের জন্য ইতিমধ্য়েই সেনার হাতে একক নয় বেশ কয়েকটি পরিকল্পনা ছকা রয়েছে। দরকার পড়লেই সেগুলি কার্যকর করা যেতে পারে। আর এই কাজে বাহিনী পুরোপুরি সফল হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

জম্মু ও কাশ্মীরের রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করার পরবর্তী কয়েকমাসে ভারত সরকারের একাধিক মন্ত্রী প্রকাশ্যেই অধিকৃত কাশ্মীর পুনর্দখল করার কথা তুলেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত সেপ্টেম্বরে বলেছিলেন, পিওকে 'ভারতেরই অঙ্গ' এবং আশা করি একদিন এই অঞ্চল সরাসরি ভারতের এক্তিয়ারে আসবে।

 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News