১,২০০ কর্মী ছাটাই করল হোটেল পরিষেবা সংস্থা ওয়ো, কর্মহীন হওয়ার পথে তালিকায় আরও অনেকেই

  • কর্মী ছাটাই করল হোটেল পরিষেবা সংস্থা ওয়ো
  • ১,২০০ কর্মী ছাটাই করা হয়েছে
  • কর্মী ছাটাই চিন থেকেও
  • আগামী দিনে আরও কর্মী ছাটাইয়ের সম্ভাবনা

মোদী সরকারের দ্বিতীয় জমানায় ভারতের অর্থনীতির বেহাল অবস্থা আরও প্রকট হয়ে উঠছে। দেশের অর্থনৈতিক অবস্থা নিম্নগামী, চাকরি নেই, বেকারত্ব গত ৪৫ বছরে সর্বোচ্চ। আর্থিক বৃদ্ধির হার তলানিতে এসে ঠেকেছে। এর মধ্যেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল হোটেল পরিষেবা সংস্থা ওয়ো।

সম্প্রতি চিন ও ভারতে কর্মরত হাজারেরও কর্মীকে ছাটাই করেছে ওয়ো। আগামী দিনে আরও ১,২০০ কর্মীর চাকরি খোয়ানোর সম্ভাবনা রয়েছে। 

Latest Videos

চিনে বর্তমানে হোটেল পরিষেবা সংস্থা ওয়োর কর্মী সংখ্যা ১২,০০০। এদের মধ্যে ৫ শতাংশ কর্মীকে ছাটাই করা হবে বলে জানা যাচ্ছে। নন-পারফরমেন্সের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হচ্ছে। 

ওয়ো সংস্থা একই পথে হাঁটতে চলেছে ভারতে। বর্তমানে ভারতে ওয়োর কর্মী প্রায় ১০ হাজার। এদের মধ্যে চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে ১২ শতাংশ কর্মীর। ফলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে ১,২০০ কর্মী বেকার হতে চলেছেন। 

ভারতের হোটেল বাজারে যথেষ্ট পরিচিত নাম ওয়ো। বর্তমানে কলকাতার বিভিন্ন হোটেলে সংস্থাটির ৭,০০০ ঘর রয়েছে।  ২০২০ সালের শেষে তা বাড়িয়ে ২০ হাজার করার লক্ষ্যমাত্রা স্থির করেছিল ওয়ো। বর্তমানে রাজ্যে সংস্থাটির ১,০০০ বেশি হোটেল এবং ১৭ হাজারের বেশি ঘর রয়েছে। তবে সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার বাজারে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হচ্ছে  নামকরা এই হোটেল পরিষেবা সংস্থাকে। 

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari