ট্রেনে চাপলে যাত্রীদের জন্য এই ৫টা জিনিস একদম ফ্রি, ৯৯% মানুষই এই সুবিধার কথা জানেই না!

ট্রেনে চাপলে যাত্রীদের জন্য এই ৫টা জিনিস একদম ফ্রি, ৯৯% মানুষই এই সুবিধার কথা জানেই না!

Anulekha Kar | Published : Mar 28, 2025 4:00 PM
15
1. বিনামূল্যে চাদর-বালিশ, কম্বল
এসি কোচে ভ্রমণকারীদের জন্য রেলওয়ে কম্বল, বালিশ ও চাদর বিনামূল্যে সরবরাহ করে। তবে গরিব রথ এক্সপ্রেসে এর জন্য সামান্য চার্জ লাগে।
25
2. মেডিকেল সার্ভিস
যাত্রাপথে অসুস্থ হয়ে গেলে রেলওয়ের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। টিকিট পরীক্ষক বা অন্যান্য রেলকর্মীর সাথে যোগাযোগ করুন।
35
3. বিনামূল্যে খাবার
রাজধানী, শতাব্দী বা দুরন্ত এক্সপ্রেসের যাত্রীদের জন্য ২ ঘণ্টার বেশি দেরি হলে বিনামূল্যে খাবার দেয় রেলওয়ে।
45
4. ওয়েটিং হল-এর সুবিধা
যাত্রীদের জন্য রেলস্টেশনে ওয়েটিং হল-এর সুবিধা রয়েছে। সেখানে যাত্রীরা বিশ্রাম নিতে পারেন এবং ট্রেন এর জন্য অপেক্ষা করতে পারেন।
55
5. ক্লক রুম-লকার রুম
যাত্রীদের জন্য ক্লক রুম-লকার রুমের সুবিধা প্রদান করে ভারতীয় রেলওয়ে। স্বল্প খরচে এখানে মালপত্র রাখা যায়।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos