৩০ মার্চই ঘোষণা বিজেপির সভাপতির নাম? নাগপুর RSS দফতরে নরেন্দ্র মোদী-মোহন ভাগবত বৈঠক

BJP President Election: বিজেপির সর্বভারতীয় নাম আটকে রয়েছে মোদী-মোহন ভাগবত বৈঠক জটে। ৩০ মার্চ হতে পারে নাম ঘোষণা।

 

Saborni Mitra | Published : Mar 28, 2025 2:39 PM
110
বিজেপির সর্বভারতীয় সভাপতি

জেপি নাড্ডার পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবে? এখনও নাম চূড়ান্ত হয়নি।

210
মোদী-ভাগবত বৈঠকে জট

বিজেপি সূত্রের খবর আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পরই বিজেপির সর্বভারতী সভাপতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

310
মোদী-ভাগবত বৈঠক

বিজেপি সূত্রের খবর আগামী ৩০ মার্চ আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দিতে নাগপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বৈঠকের পরই চূড়ান্ত হতে পারে সভাপতির নাম।

410
বিজেপির সভাপতি

বিজেপি সূত্রের খবর নরেন্দ্র মোদী - অমিত শাহ এমন কাউকে সভাপতি করতে চান যিনি তাঁদের ঘনিষ্ট। পাশাপাশি আরএসএস-এর সঙ্গে তালমিল রেখে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।

510
একাধিক নাম নিয়ে জল্পনা

বিজেপি সূত্রের খবর সর্বভারতীয় সভাপতি হিসেবে একাধিক নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। যারমধ্যে রয়েছে নির্মলা সীতারামণ, ভূপেন্দ্র যাদব, শিবরাজ সিং চৌহানের নাম। নাম রয়েছে যোগী আদিত্যনাথেরও।

610
সমস্যা ১

নির্মলা সীতারমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মোদী শাহের ঘনিষ্ট। আরএসএস-এর ঘনিষ্ট। কিন্তু তাঁরে সভাপতি করা হলে অর্থমন্ত্রকের দায়িত্ব কাকে দেওয়া হবে। তার উত্তর খোঁজা হচ্ছে।

710
সমস্যা ২

ভূপেন্দ্র যাদব অমিত শাহের ঘনিষ্ট। কিন্তু আরএসএস সদস্য হলেও নাগপুরের তত কাছের নয়। আরএসএস মোদী-শাহের কাউকে সভাপতির দায়িত্ব দিতে নারাজ।

810
সমস্যা তিন

শিবরাজ সিং-একটা সময় এগিয়ে ছিলেন সভাপতির দৌড়ে। তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আরএসএস ঘনিষ্ট। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরই তিনি অমিত শাহের কাছের মানুষ হয়ে উঠেছে।

910
যোগীর নাম নিয়ে জল্পনা

সম্প্রতি অখিলেশ যাদব দবি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কারও বদলি হিসেবে দিল্লিতে যেতে পারেন। তাই যোগীর নাম নিয়ে জল্পনা তুঙ্গে। তিনি আরএসএস ঘনিষ্ট হলেও মোদী -শাহের সঙ্গে তাঁর সম্পর্ক অম্লমধুর।

1010
যোগীর সফল্য

উত্তরপ্রদেশের পরপর দুবারের মুখ্যমন্ত্রী। কট্টর হিন্দুবাদী। নাগপুরের কাছের ব্যক্তিত্ব। কিন্তু তৃতীয় বার যদি তিনি উত্তরপ্রদেশ থেকে জেতেন তাহলে ২০২৯ সালে প্রধানমন্ত্রী পদের দাবিদার হতে পারেন। তাই সভাপতি পদের দৌড়ে তিনি থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos