১২০ দিন আর নয়, এখন থেকে ৬০ দিন আগে কাটা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিট, নতুন নিয়ম রেলের

দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম রোখার জন্য একাধিক ব্যবস্থা করেছে রেলমন্ত্রক। এবার সংরক্ষিত কামরার টিকিট কাটার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হল।

Soumya Gangully | Published : Oct 17, 2024 9:38 AM IST / Updated: Oct 17 2024, 03:56 PM IST

১ নভেম্বর থেকে আর ১২০ দিন নয়, যাত্রার ৬০ দিন আগে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরার টিকিট কাটা যাবে। রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন নিয়মের কথা জানানো হয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত দূরপাল্লার ট্রেনে যাত্রার ১২০ দিন আগে সংরক্ষিত কামরার টিকিট কাটা যাবে। তারপর ১ নভেম্বর থেকে নিয়ম বদলে যাবে। রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম চালু হওয়ার আগে যাঁরা টিকিট কাটবেন, তাঁরা প্রয়োজন হলে টিকিট বাতিলও করতে পারবেন। তবে রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তাজ এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেসের মতো ট্রেনগুলির ক্ষেত্রে আগাম টিকিট কাটার নতুন নিয়ম প্রযোজ্য হবে না। কারণ, এই ট্রেনগুলিতে আগাম টিকিট বুকিংয়ের নিয়ম আলাদা। বিদেশি যাত্রীরা ৩৬৫ দিন আগে ভারতীয় রেলের যে কোনও ট্রেনের টিকিট কাটতে পারেন। সেই নিয়মেও কোনও বদল করা হচ্ছে না।

নতুন নিয়মে যাত্রীদের সুবিধা হবে?

Latest Videos

এতদিন যাত্রার ১২০ দিন আগে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত কামরার টিকিট কাটার নিয়ম চালু থাকায় আগেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারতেন যাত্রীরা। কিন্তু এবার থেকে যাত্রার ৬০ দিন আগে টিকিট কাটার নিয়ম চালু হওয়ায় যাত্রীদের বেড়াতে যাওয়ার পরিকল্পনাতেও বদল আনতে হবে। ৬০ দিন আগে টিকিট কাটার নিয়ম চালু হওয়ায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেতে পারে।

টিকিটের নিয়মে কেন বদল আনা হল?

দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরার টিকিট কাটার নিয়মে কেন বদল আনা হল, সে বিষয়ে রেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। নতুন নিয়ম চালু হওয়ার ফলে টিকিটের চাহিদা বেড়ে যেতে পারে। রেলের কাউন্টারের পাশাপাশি আইআরসিটিসি ওয়েবসাইট, অ্যাপ, মেক মাই ট্রিপ, পেটিএম, রেল যাত্রীর মতো অ্যাপগুলি থেকেও টিকিট কাটা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IRCTC টিকিট বুকিং টিপস: ট্রেনে লোয়ার বার্থ পেতে চান? টিকিট বুক করার সময় এটি করুণ

আর লাইনে দাঁড়িয়ে কাটতে হবে না মেট্রো রেলের টিকিট! অ্যাপের মাধ্যমেই করা যাবে চটজলদি বুকিং, পুজোর আগেই এল বাম্পার খবর

ট্রেন ছাড়ার শেষ মুহূর্তেও পাবেন কনফার্ম টিকিট, কারেন্ট টিকিট বুকিং ব্যবস্থা চালু ভারতীয় রেলে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

অভয়া কাণ্ডের প্রতিবাদে অনশনের পাশাপাশি এবার শুরু হলো গণস্বাক্ষর কর্মসূচি! | RG Kar Protest
Bangladesh-এর জালে Kakdwip-এর দুটি মৎস্যজীবী ট্রলার! ফিরবেন তো মৎস্যজীবীরা? | South 24 Parganas News
চাঞ্চল্যকর তথ্য! ৪০ হাজার টাকা ধার নিয়েছিল...ধৃত রাহুলের বিস্ফোরক মন্তব্য! Today Krishnanagar News
লক্ষ্মী প্রতিমা ভাঙ্গার প্রতিবাদ করায় জুটল পুলিশের মার #shorts #laxmipuja #viralvideo
৮ কোটি টাকার কাজেও এত ক্ষোভ! বাঁধ পরিদর্শনে এসে মহিলাদের বিক্ষোভের তোপে জেরবার উন্নয়ন মন্ত্রী! দেখুন