িহারে চন্দ্রবোড়া সাপের উপদ্রব বাড়ছে। এই চন্দ্রবোড়া এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সাপ। গত কয়েক বছরে বিশেষ করে ভাগলপুরে এর উপদ্রব বেড়েছে। কখনও বাড়িতে, কখনও রাস্তায়, কখনও হোস্টেলে দেখা যেত এই বিষধর সাপকে। গত কয়েক বছরে কয়েকশো চন্দ্রবোড়া উদ্ধার করা হয়েছে এই এলাকা থেকে।
সম্প্রতি এক ব্যক্তি চন্দ্রবোড়া মাথা চেপে ধরে দৌড়ে হাসপাতালে যান। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বিহারের ভাগলপুরে এই ঘটনাটি ঘটেছে। বিষাক্ত চন্দ্রবোড়া কামড়েছে প্রকাশ মণ্ডল নামে এক ব্যক্তির হাতে। এর পর সাপের মুখ ধরে সোজা হাসপাতালে ছুটে যায় লোকটি।
হাসপাতালের মেঝেতে যন্ত্রণায় কাতরালেও সাপ ছাড়েননি তিনি। এ ঘটনা দেখে হাসপাতালে ভিড় জমে যায়। সাপের ভয়ে ডাক্তাররা প্রকাশের সামনে আসতে ভয় পান। পরে সাপটিকে উদ্ধার করে লোকটিকে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তার অবস্থা আশঙ্কাজনক।