Special Trains: দীপাবলি এবং ছটপুজো উপলক্ষ্যে ছুটবে ২৫০টি বিশেষ ট্রেন, উৎসবে মানুষের পাশে রেল

দীপাবলি এবং ছটপুজো উপলক্ষ্যে ছুটবে বিশেষ ট্রেন। 

দীপাবলি এবং ছটপুজো উপলক্ষ্যে ছুটবে বিশেষ ট্রেন। প্রায় ২৫০টি স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

তার মধ্যে ১২০টি ট্রেন পরিষেবা শুরু হওয়ার কথা ২৯ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকেই। জানা যাচ্ছে, উৎসবের মরশুমে মোট ৫০টি ট্রেন চলবে পূর্ব রেলের তরফ থেকে।

Latest Videos

সাধারণত যে সমস্ত ট্রেন চলাচল করে, তার সঙ্গেই এই স্পেশ্যাল ট্রেন চালানোর উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল। উৎসবের মরশুমে ট্রেনে বরাবরই যাত্রীদের ভিড় অনেকটাই বেশি থাকে। সেই কথা মাথায় রেখেই, স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, দেশের একাধিক জংশন পর্যন্ত চালানো হবে এই বিশেষ ট্রেনগুলি। সাধারণভাবে ট্রেনে যতগুলি কামরা থাকে, স্পেশ্যাল ট্রেনে তার থেকে বেশি কামরা থাকবে বলেই রেল সূত্র মারফৎ জানা যাচ্ছে। উল্লেখ্য, বাংলা থেকেও ছাড়বে বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন ছাড়ার কথা রয়েছে। তাছাড়া দেশের অন্যান্য প্রান্ত থেকেও এই স্পেশ্যাল ট্রেনগুলি বাংলাতে আসবে।

অপরদিকে বিশেষ পরিষেবা দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে পূর্ব রেল। চলতি বছরে মোট ৫০টি স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন পিআরও কৌশিক মিত্র। গতবছর এই সংখ্যাটা ছিল ৩৩। তবে স্পেশ্যাল ট্রেনের পাশাপাশি ৪০০টি ট্রেনে মিলবে অতিরিক্ত পরিষেবা। প্রসঙ্গত, কয়েকদিন আগে ভিড়ের চাপে বান্দ্রা স্টেশনে যাত্রীদের পদপিষ্ট হওয়ার পর থেকে যথেষ্ট সতর্ক থাকতে চাইছে রেল। সেইজন্যই একগুচ্ছ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার বাংলা থেকে যাতায়াত করবে মোট ৮টি স্পেশ্যাল ট্রেন।

সেগুলি হলঃ

আসানসোল-অন্ডাল

গোরক্ষপুর-শিয়ালদহ

জম্মু তাওয়াই-কলকাতা

রক্সৌল-হাওড়া

শিয়ালদহ-ভদোদরা

সেকেন্দ্রাবাদ-সাঁতরাগাছি

লোকমান্য তিলক টার্মিনাস-সাঁতরাগাছি

উধনা-মালদা টাউন।

এই ট্রেনগুলির সঙ্গেই স্বাভাবিক সূচি অনুযায়ীম যে সমস্ত ট্রেন চলার কথা, সেগুলিও ব্যবহার করতে পারেন যাত্রীরা। সেইসঙ্গে, প্রত্যেকটি স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
'ভারতকে এতটাও Underestimate করা ঠিক না' বাংলাদেশকে চরম হুঁশিয়ারি Mithun Chakraborty-র
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury