
Indian Railways: ভারতের বিপুল সংখ্যক মানুষ রোজ রেলে যাতায়াত করেন। সম্প্রতি পর পর ঘটে যাওয়া রেল দুর্ঘটনায় চিন্তিত যাত্রীরা। তবে এই যাত্রা যদি হয় আরও নিরাপদ এবং আর্থিকভাবে সুরক্ষিত, তাহলে নিশ্চিন্ত থাকা যায়। এই চিন্তা থেকেই ভারতীয় রেল চালু করেছে এক দুর্দান্ত ভ্রমণ বিমা পরিষেবা।
IRCTC -এর মাধ্যমে ট্রেনের ই-টিকিট কাটার সময় মাত্র ০.৪৫ খরচে পাওয়া যাবে ভ্রমণ বিমার সুযোগ। ২০২৪ সালের ১৭ই ফেব্রুয়ারি থেকে এই নতুন বিমা পরিষেবা কার্যকর হয়েছিল তবে জানতেন না অনেকেই। একবার ই-টিকিট বুক করার সময় এই ঐচ্ছিক বীমা স্কিম সক্রিয় করা হলে, পুরো যাত্রাকালীন দুর্ঘটনার জন্য আর্থিক নিরাপত্তা প্রদান করে ভারতীয় রেলের এই পলিসি।
১। দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পূর্ণ অক্ষমতা হলে ১০,০০,০০০ টাকা পর্যন্ত বিমা কভার পাওয়া যাবে।
২। আংশিক অক্ষমতার ক্ষেত্রে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে।
৩। হাসপাতালের চিকিৎসার খরচ বাবদ মিলবে ২ লক্ষ পর্যন্ত রেয়াত, যা মূল বিমার অর্থ থেকে বাদ যাবে না।
৪। দুর্ঘটনায় প্রাণহানি হলে মৃতদেহ পরিবহণ ও শেষকৃত্যের জন্য অতিরিক্ত ১০,০০০ টাকা প্রদান করা হবে।
কারা এই বিমা সুবিধা নিতে পারবেন?
শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই বীমার সুবিধা নিতে পারবেন। বিদেশিরা এই সুবিধা পাবেন না। যেকোনো ব্যক্তি যারা কনফার্ম, RAC ও আংশিক কনফার্ম (PartCNF) ই-টিকিটধারীরা এই বিমার আওতাভুক্ত হবেন।
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্যও এই বিমা প্রযোজ্য হবে, তারা আলাদা বার্থ নিক বা না নিক। তবে ৫ বছরের কম বয়সী এবং যাদের আলাদা বার্থ নেই, তারা এই বিমার আওতায় পড়বেন না।
টিকিট বুকিংয়ের সময় বিমা অপশন সক্রিয় করলে প্রিমিয়াম স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। বিমা নম্বর, কোম্পানির নাম ও অন্যান্য তথ্য এসএমএস ও ইমেল মারফত পাঠিয়ে দেওয়া হবে টিকিটধারীর কাছে। IRCTC অ্যাকাউন্টের ‘Booking History’ সেকশনেও দেখা যাবে বিমার বিবরণ।
মনোনয়ন কেন জরুরি?
বিমা ক্লেম দ্রুত পেতে মনোনীত ব্যক্তির নাম আগে থেকেই দেওয়া বাঞ্ছনীয়। না দিলে আইনানুগ উত্তরাধিকারীকে দিতে হবে উপযুক্ত প্রমাণপত্র, ফলে সময় বেশি লাগবে।
গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর যা আপনাদের জানা দরকার
১। বিমার জন্য আলাদা করে কোথাও আবেদন করতে হবে কি?
না, টিকিট কাটার সময় বিমা অপশনটি বেছে নিলেই তা সক্রিয় হয়ে যাবে।
২। যদি কোনও যাত্রী বিমা না চান, তাহলে?
যাত্রী বিমা অপশনটি টিকিট বুকিংয়ের সময় অফ করে দিতে পারেন।
৩। বিমার টাকা কবে পাওয়া যায়?
৪। হাসপাতালের খরচ বিমার আওতায় কীভাবে পড়ে?
ভারতীয় মূল্যে ২ লক্ষ পর্যন্ত চিকিৎসা খরচ বিমা কোম্পানি রিইম্বার্স করে দেয়।
৫। যদি টিকিট বাতিল করা হয়, বিমার টাকা ফেরত মিলবে কি?
না, বিমার প্রিমিয়াম ফেরতযোগ্য নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।