ট্রেনে একজন যাত্রী সর্বোচ্চ কত ওজন নিয়ে ভ্রমণ করতে পারেন জানেন? না হলে সমস্যায় পড়তে পারেন

Published : Aug 19, 2025, 11:50 PM IST
Indian Railway train luggage weight rule updates

সংক্ষিপ্ত

Indian Railways: অতিরিক্ত ওজন বা নির্দিষ্ট আকারের চেয়ে বড় ব্যাগপত্র নিয়ে ট্রেনে ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই নিয়ম অনুযায়ী ভারতীয় রেলও দাবি করতে পারে অতিরিক্ত অর্থ। জেনে নিন, কী কী রয়েছে এই নির্দেশিকায়। 

DID YOU KNOW ?
ট্রেনেও মালের ওজনের নিয়ম
বিমানের মতো ভারতীয় রেলেও যাত্রার সময় মালের ওজন সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম আছে।

Indian Railway Rules: বিমানে চড়ে দূরে কোথাও বেড়াতে গেলে সবচেয়ে বড় ঝক্কির বিষয় হয় মালপত্র বহন। বিমানবন্দর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, উড়ানে আদৌ সব জিনিসপত্র নিয়ে উঠতে দেবে কি না সেই চিন্তা, সব জিনিস নিরাপদে কীভাবে রাখা যাবে এই সমস্ত দুশ্চিন্তা মাথায় ঘোরে। বিমানের ক্ষেত্রে আমরা সবাই জানি, লাগেজের নির্দিষ্ট ওজন পেরোলেই তার জন্য দিতে হয় অতিরিক্ত অর্থ। বিমানে নিয়ে ওঠার অনুমতি নেই এমন কিছু ব্যাগে থাকলে সেসব বিমানবন্দরেই ফেলে রেখে উড়ান ধরতে হবে। সবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। তবে জানেন কি, বিমানের মত রেলের সফরের ক্ষেত্রেও আছে এমনই নিয়ম? অতিরিক্ত ওজন বা নির্দিষ্ট আকারের থেকে বড় ব্যাগ নিয়ে ট্রেনে ওঠার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। কোনও যাত্রী এই নিয়ম লঙ্ঘন করলে ভারতীয় রেল অতিরিক্ত অর্থ দাবি করতে পারে। আসুন জেনে নিই, রেলযাত্রীদের জন্য মাল বহনের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে।

যাত্রীদের লাগেজের জন্য রেলের নিয়ম কী?

ট্রেনের কামরার বিভিন্ন শ্রেণি অনুযায়ী মালপত্র বহনের নিয়মও আলাদা। দেখে নিন-

  • জেনারেল কামরা- সর্বাধিক ৩৫ কেজি 
  • স্লিপার ক্লাস- সর্বাধিক ৪০ কেজি 
  • এসি থ্রি টিয়ার- সর্বাধিক ৪০ কেজি 
  • এসি টু টিয়ার- সর্বাধিক ৫০ কেজি 
  • এসি ফার্স্ট ক্লাস- সর্বাধিক ৭০ কেজি

বাক্স-ব্যাগের নিয়মও আলাদা

ট্রেনের কোন কামরায় কত ওজনের মালপত্র তুলতে পারবেন, সেক্ষেত্রে যেমন নির্দিষ্ট নিয়ম আছে, তেমনই ট্রেনে ব্যাগ, ট্রাঙ্ক, স্যুটকেস, বাক্সের আকার ভেদেও মালপত্র নেওয়ার নির্দেশিকা আছে। জেনারেল কামরায় একজন যাত্রী ১০০ সেমি লম্বা, ৬০ সেমি চওড়া ও ২৫ সেমি উঁচু মাল তুলতে পারবেন। এসি থ্রি টিয়ার এবং চেয়ার কারে সর্বাধিক ৫৫ সেমি লম্বা, ৪৫ সেমি চওড়া এবং ২২.৫ সেমি উঁচু মাল বা বাক্স তুলতে পারবেন। এর চেয়ে বড় ব্যাগ হলে ব্রেক ভ্যানে তুলতে হবে। তার জন্য বেশি কিছু টাকা দিতে হবে। সর্বনিম্ন অঙ্ক ৩০ টাকা।

শিশুদের জন্য আলাদা নিয়ম

৫ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য আলাদা কোনও ব্যাগ নেওয়ার অনুমোদন নেই। ৫ থেকে ১২ বছর বয়স পর্যন্ত শিশুরা একজন পূর্ণবয়স্ক যাত্রীর তুলনায় অর্ধেক ওজনের মাল বহন করতে পারবে ট্রেনে। তবে এক্ষেত্রেও মালের সর্বাধিক ওজন হতে পারে ৫০ কেজি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দূরপাল্লার ট্রেনে শিশুদের আলাদা ব্যাগ নেওয়ার নিয়ম নেই
ভারতীয় রেলের নিয়ম অনুুযায়ী, ট্রেনে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের আলাদা ব্যাগ নেওয়ার নিয়ম নেই।
Read more Articles on
click me!

Recommended Stories

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সম্মানে সেজে উঠেছে পিএম হাউস, মোদীর সঙ্গে বিশেষ ছবি
উত্তরপ্রদেশের বাচ্চাদের জন্য সুখবর, প্রতি জেলায় স্টেডিয়াম, ব্লকে মিনি স্টেডিয়াম