Indian Rail News: এখন হাওড়া থেকে বাঁকুড়া-পুরুলিয়া রেলপথে যাত্রা এবার হবে আরও দ্রুত ও সুবিধাজনক। বহু প্রতীক্ষিত রেল প্রকল্প অবশেষে বাস্তবায়িত হচ্ছে।
Local Train News: দীর্ঘদিন ধরে আটকে থাকা একটি বহু প্রতীক্ষিত রেল প্রকল্প অবশেষে বাস্তবায়নের পথে। তারকেশ্বর–বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। যার ফলে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগে আসতে চলেছে এক বিপুল পরিবর্তন। বিশেষ করে হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার মানুষের জন্য এই রেলপথ হতে চলেছে সময় ও খরচ সাশ্রয়ী এক বিকল্প।
এই প্রকল্পের অন্যতম বড় অগ্রগতি হল ভবাদিঘি অঞ্চলে ৬০০ মিটার দীর্ঘ একটি রেল ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। মোট ৮২.৪৭ কিলোমিটার দীর্ঘ এই রেল প্রকল্পটি হাওড়ার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া-সহ একাধিক জেলার সংযোগকে আরও সুদৃঢ় করবে। গ্রামীণ এলাকার মানুষও নতুন ট্রেন পরিষেবার সুবিধা পাবেন। রাজ্যের অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট নেটওয়ার্কও আরও কার্যকর ও সুশৃঙ্খল হয়ে উঠবে।
কাজ কতটা এগিয়েছে?
তারকেশ্বর–গোঘাট রেললাইন এবং কমারপুকুর স্টেশনের নির্মাণ ইতিমধ্যেই সম্পূর্ণ। এদিকে কমারপুকুর–জয়রামবাটি রেললাইন নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে। বিষ্ণুপুর থেকে জয়রামবাটি অংশে রেল লাইনের কাজ CRS (Commission of Railway Safety)-এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
আইনি জটিলতা কাটিয়ে প্রকল্পে গতি
অনেক বছর ধরে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা প্রকল্পটিকে আটকে রেখেছিল। কিন্তু ২০২৪ সালের মার্চে কলকাতা হাইকোর্ট প্রকল্পের পক্ষে রায় দিলে, সেই বাধা কেটে যায়। রাজ্য সরকার ও রেল মন্ত্রকের যৌথ উদ্যোগে প্রশাসনিক স্তরে সমস্যা দ্রুত সমাধান হয়।
নীচে পাঠকদের জন্য সাধারণ কিছু প্রশ্নের উত্তর আলোচনা করা হলো:-
১। তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের মোট দৈর্ঘ্য কত?
এই রেল প্রকল্পটি মোট ৮২.৪৭ কিমি দীর্ঘ।
২। কোন অংশের রেললাইন তৈরি হয়ে গেছে?
Tarakeswar থেকে Goghat পর্যন্ত রেললাইন তৈরি হয়েছে এবং Bishnupur থেকে Jayrambati পর্যন্ত অংশে CRS পরীক্ষা হয়ে গেছে।
৩। আইনি সমস্যার সমাধান কীভাবে হল?
২০২৪ সালে কলকাতা হাইকোর্টের রায়ে জমি সংক্রান্ত সমস্যা কেটে যায় এবং রাজ্য সরকার ও রেল বিভাগের যৌথ উদ্যোগে কাজ এগোতে শুরু করে।
৪। এই প্রকল্প সাধারণ মানুষকে কী উপকার দেবে?
যাত্রার সময় ও খরচ কমবে, গ্রামীণ এলাকায় নতুন ট্রেন পরিষেবা মিলবে এবং পর্যটন ও বাণিজ্যও লাভবান হবে।
৫। বর্তমানে কোন এলাকায় নির্মাণ কাজ চলছে?
ভবাদিঘিতে রেল ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে এবং Kamarpukur থেকে Jayrambati পর্যন্ত ট্র্যাক বসানোর কাজ চলছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


