Free Gas Cylinder: বিনামূল্যে গ্যাস দেবে মোদী সরকার, জেনে নিন কারা যোগ্য ও কীভাবে আবেদন করবেন

Published : Apr 29, 2025, 11:00 AM IST

Free Gas Cylinder: মোদী সরকার দেশবাসীর জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রকল্প চালু করছে। BPL কার্ডধারী, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী, SC/ST, বিধবা, প্রতিবন্ধী এবং নির্দিষ্ট আয়সীমার পরিবারগুলি এই সুবিধা পাবে।

PREV
116

দেশবাসীর জন্য সুখবর দিলেন মোদী সরকার (Modi Government)। এবার বিনামূল্যে গ্যাস দেবে সরকার। প্রকাশ্যে এল নয়া তথ্য।

216

দেশবাসীর কথা মাথায় রেখে নয়া উদ্যোগ নিল সরকার। অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জন্য বিশেষ সুবিধা আনছে মোদী সরকার।

316

চালু হচ্ছে গ্যাস সিলিন্ডার যোজনা (Free Gas Cylinder)। এই নয়া প্রকল্প দ্বারা উপকৃত হবেন দেশবাসী। এই যোজনায় নাম লেখালে পেয়ে যাবে বিনামূল্যে গ্যাস।

416

যারা দরিদ্রসীমার নীচে আছেন। অর্থাৎ BPL কার্ড আছে যাদের তারা পাবেন এই সুবিধা।

516

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে যে সকল পরিবার আছে তারা এই সুবিধা পাবেন। এলপিজি (LPG) সংযোগবিহীন গ্রামীণ পরিবার আছে তারা এই সুবিধা পাবেন।

616

তপশিলি জাতি ও উপজাতি (SC, ST) সম্প্রদায়ের মহিলারা এই সুবিধা পাবেন। বিধবা, প্রতিবন্ধী ব্যক্তি এবং একা বসবাসকারী প্রবীণ নাগরিকরা এই সুবিধা পাবেন।

716

বার্ষিক আয় (Annual Income) ২ লক্ষের কম হলে এই সুবিধা পাবেন। তেমনই বৈধ আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তবেই মিলবে এই সুবিধা।

816

আবেদনের পর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সকল তথ্য যাচাই (Verify) করবে। তারপর এই সুবিধা পাওয়া যাবে।

916

এই প্রকল্পের জন্য আবেদন করতে ব্যক্তির কয়টি নথি দরকার। যেমন আধার কার্ড (Aadhaar Card), রেশন কার্ড (Ration Card), ঠিকানার প্রমাণ (যেমন ভোটার আইডি, বিদ্যুতের বিল), আয় শংসাপত্র, ব্যাঙ্কের পাসবুক (Bank Pass Book) (আধারের সঙ্গে সংযুক্ত), জাতীয় শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), পাসপোর্ট আকারের ছবি জমা দিতে হবে।

1016

জেনে নিন কীভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য-

সবার আগে নিকটত গ্রাম পঞ্চায়েত অফিসে যান।

সেখান বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) প্রকল্প জন্য আবেদনপত্র সংগ্রহ করুন এবং পূরণ করুন।

1116

ফর্মের সঙ্গে প্রয়োজনীয় সকল নথি সংযুক্ত করুন। গ্রাম পঞ্চায়েতের মনোনীত কর্মকর্তার কাছে আবেদনপত্র জমা দিন।

1216

স্থানীয় কর্তৃপক্ষ এই সকল নথি যাচাই করবে। সফল যাচাইয়ের পর যোগ্য সুবিধাভোগীদের গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) সরবরাহ করা হবে।

1316

নিকটতম এলপিজি পরিবেশকের মধ্যমে মিলবে গ্যাস পরিষেবা।

1416

আপাতত উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, মধ্য প্রদেশ, ওডিশা, ছত্তিশগড়, ঝাড়খন্ড এবং আসামে এই পরিষেবা চালু হয়েছে।

1516

অসম্পূর্ণ বা ভুল নথি, আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের মধ্যে অমিল, পরিবারের ইতিমধ্যে এলপিজি সংযোগ থাকলে মিলবে না এই সুবিধা।

1616

যদি নির্ধারিত সীমার বেশি আয় হয় পরিবারের এবং ভেরিফিকেশন কল বা সাইট ভিজিটে (Verification Call or Site Visit) উপস্থিত থাকতে ব্যর্থ হন তাহলে পাবেন না এই সুবিধা।

click me!

Recommended Stories