এই প্রকল্পের জন্য আবেদন করতে ব্যক্তির কয়টি নথি দরকার। যেমন আধার কার্ড (Aadhaar Card), রেশন কার্ড (Ration Card), ঠিকানার প্রমাণ (যেমন ভোটার আইডি, বিদ্যুতের বিল), আয় শংসাপত্র, ব্যাঙ্কের পাসবুক (Bank Pass Book) (আধারের সঙ্গে সংযুক্ত), জাতীয় শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), পাসপোর্ট আকারের ছবি জমা দিতে হবে।