Indian Railways Partially Confirmed Tickets Rules: ১ মে থেকে ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনগুলিতে সংরক্ষিত কামরার যাত্রীদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। কনফার্ম টিকিট ছাড়া কাউকে ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না। জেনে নিন নিয়ম।
ভারতীয় রেলের আংশিক কনফার্ম টিকিট নিয়ে যাত্রীদের মধ্যে আশঙ্কা-সংশয়
ভারতীয় রেলে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরার টিকিট বুকিং ফর্মে একসঙ্গে ৬ জনের টিকিট কাটা যায়। এই ৬ জনের মধ্যে যদি কারও টিকিট ওয়েটিং লিস্টে থাকে এবং শেষপর্যন্ত কনফার্ম না হয়, তাহলে কী হবে? জেনে নিন বিস্তারিত।
210
১ মে থেকে ওয়েটিং লিস্টের টিকিট সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে ভারতীয় রেল
১ মে থেকে ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, অনলাইন বা রেলের কাউন্টার, যেখান থেকেই টিকিট কাটা হোক না কেন, ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে সংরক্ষিত কামরায় ওঠা যাবে না।
310
সংরক্ষিত কামরার টিকিট কনফার্ম না হলে জেনারেল কোচে ভ্রমণ করতে হবে যাত্রীদের
ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, কোনও যাত্রীর সংরক্ষিত কামরার টিকিট কনফার্ম না হলে তাঁকে জেনারেল কামরায় যেতে হবে। তার জন্য নতুন করে টিকিট কাটতে হবে।
অতীতে ভারতীয় রেলের নিয়ম ছিল, কাউন্টার থেকে টিকিট কাটলে যদি সেই টিকিট কনফার্ম না হয়, তাহলেও সংশ্লিষ্ট যাত্রী ট্রেনে উঠতে পারবেন। কিন্তু অনলাইনে কাটা টিকিট কনফার্ম না হলে ট্রেনে ওঠা যেত না। এবার এই নিয়ম বদলে গিয়েছে।
610
ভারতীয় রেলের নতুন নিয়মে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের সমস্যা বেড়ে গিয়েছে
১ মে থেকে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, কোনও যাত্রীই ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে স্লিপার বা এসি কামরায় উঠতে পারবেন না।
710
একই পরিবারের সবার টিকিট কনফার্ম না হলে ট্রেনে ওঠা যাবে না? আশঙ্কায় যাত্রীরা
ভারতীয় রেলে সাধারণত পরিবারের সবাই একসঙ্গে যাতায়াত করেন। সেক্ষেত্রে একই পিএনআর-এ স্বামী-স্ত্রী-সন্তান-বয়স্ক বাবা-মায়ের মধ্যে কারও টিকিট কনফার্ম না হলে কী হবে?
810
আংশিকভাবে কনফার্ম হওয়া টিকিটে যাঁদের নাম আছে, তাঁরা সবাই ট্রেনে উঠতে পারবেন
রেলের এক আধিকারিক জানিয়েছেন, একই পিএনআর-এ সবার টিকিট কনফার্ম না হলেও, সবাই একই কামরায় ভ্রমণ করতে পারবেন।