Indian Railways: বয়স্কদের জন্য ট্রেনে লোয়ার বার্থ পেতে চান? মানতে হবে সহজ কিছু পদ্ধতি

Published : Jun 03, 2025, 01:36 AM IST
Indian Railways Fine

সংক্ষিপ্ত

Indian Railways: সারাংশ নিশ্চিতভাবে পরিবারের বয়স্ক সদস্যের জন্য ট্রেনে লোয়ার বার্থ (Lower Berth) পেতে চান? তাহলে শুধু সাধারণ নিয়ম জানলেই চলবে না, জানতে হবে সঠিক বুকিং পদ্ধতিও।

Indian Railways: ভারতীয় রেলওয়ের নতুন নিয়ম, এবার বয়স্ক ব্যক্তিদের জন্যও বিশেষ সুবিধার ব্যবস্থা করল ভারতীয় রেলওয়ে। দূরপাল্লার ট্রেনে বয়স্ক ব্যক্তিদের মিডল বা আপার বার্থে শোওয়ায় সমস্যা হয়। তাদের জন্য সুবিধাজনক হল লোয়ার বার্থ। ভারতীয় রেলওয়ের তরফেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বয়স্ক যাত্রীরা লোয়ার বার্থেই আসন পান। রেলের তরফে জানানো হয়েছে, যথাসম্ভব চেষ্টা করা হবে বয়স্ক যাত্রীদের লোয়ার বার্থ দেওয়ার জন্য। তবে টিকিট বুকিং যেহেতু অটো-মেটেড সার্ভিস, তাই সবসময় লোয়ার বার্থ দেওয়া যায় না।

আপনার পরিবারেরও যদি কোনও বয়স্ক সদস্য রয়েছে যার জন্য আপনি টিকিট বুক করতে চাইছেন তবে অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করুন -

১. জেনারেল কোটা নয়, বেছে নিন 'Reservation Choice'

অনেক যাত্রীই অজান্তে টিকিট কাটার সময় ‘General Quota’ বেছে নেন, যেখানে লোয়ার বার্থ পাওয়া নির্ভর করে তা ফাঁকা থাকার উপর। কিন্তু আপনি যদি ‘Reservation Choice’ সিলেক্ট করেন, তাহলে আপনি নিজের পছন্দের বার্থ (যেমন – Lower Berth) চিহ্নিত করতে পারবেন। এতে রেল সিস্টেম সেই অনুযায়ী বরাদ্দ করতে চেষ্টা করে।

২. বয়স অনুযায়ী কোটার সঠিক ব্যবহার করুন

ভারতীয় রেলওয়ে বয়স্ক যাত্রীদের জন্য বিশেষ সুবিধা দেয়। পুরুষদের বয়স ≥ ৬০ বছর এবং মহিলাদের বয়স ≥ ৫৮ বছরের উপরে থাকলে IRCTC থেকে টিকিট কাটার সময় ‘Senior Citizen’ অপশন সক্রিয় করুন।

IRCTC-তে কীভাবে সঠিকভাবে টিকিট বুক করবেন?

IRCTC ওয়েবসাইট বা app-এ লগইন করে বয়স্ক যাত্রীর নাম ও বয়স ঠিকভাবে লিখুন। কোটায় ‘Senior Citizen’ বা ‘General’ সিলেক্ট করতে হবে। এরপর ‘Reservation Choice’ ট্যাব খুলে ‘Lower Berth’ নির্বাচন করতে পারবেন। এবার টিকিট কনফার্ম হলেই লোয়ার বার্থের সুবিধা আপনি পেয়ে যাবেন।

এর পরেও যদি লোয়ার বার্থ না পান, তাহলে কী করবেন?

রেল দফতরের বক্তব্য অনুযায়ী, যদি ‘Reservation Choice’ দিয়েও আপনি লোয়ার বার্থ না পান, তাহলে ট্রেনে ওঠার পর TT -র সঙ্গে যোগাযোগ করুন। যদি কোনও লোয়ার বার্থ ফাঁকা থাকে, তবে TT সেই সিট আপনাকে দিয়ে দিতে পারেন। বয়স্কদের ক্ষেত্রে TT সাধারণত অগ্রাধিকার দিয়ে থাকেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি