সেপ্টেম্বর থেকেই বদলে যাচ্ছে সোনা-রুপোর গয়না কেনার নিয়ম, একগুচ্ছ নির্দেশিকা জারি কেন্দ্রের

Published : Aug 10, 2025, 09:11 AM IST

Gold Rules India: একদিকে আকাশছোঁয়া সোনার দাম। তার ওপর সেপ্টেম্বর মাস থেকে আসছে সোনা কেনায়  নতুন নিয়ম। কী করতে হবে তাহলে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্য়ালারি… 

PREV
16
সোনা কেনায় নতুন নিয়ম

চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই বদলে যাচ্ছে সোনা-রুপো কেনার নিয়ম। এবার থেকে হলুদ ধাতু কিংবা রুপালি ধাতু কিনতে হলে মানতে হবে নয়য়া নিয়ম। যা জারি করছে ভারতীয় স্ট্যান্ডার্ডাস ব্যুরো। জানা গিয়েছে আগামী সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে রুপোর গয়নায় হার্ডমার্কিং বাধ্যতামূলক করা হচ্ছে। 

26
সোনা-রুপোর মান নির্ণয়

জানা গিয়েছে, এই ঘোষণার মাধ্যমে সোনা-রুপোর মান নির্ণয় আরও সহজ হবে। এটি সোনার মান নির্ণয় ও স্বচ্ছতা প্রকাশে আরও সহজ হবে। একই সঙ্গে বিআইএস ঘোষণা করেছে যে, স্বর্ণের ক্ষেত্রে  ওজন এবং পণ্যের ছবি তথ্য সহ হার্ডমার্কিং বাধ্যতামূলক করা হচ্ছে। এটি একটি বড় পদক্ষেপ। যা গ্রাহকদের আস্থা বৃদ্ধি করবে এবং বাজারে মান ও স্বচ্ছতা নিশ্চিত করবে। 

36
হলমার্কিং বিজ্ঞপ্তি নিয়ে কেন্দ্রের ঘোষণা

জানা গিয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় সরকার ৯ ক্যারেট সোনার গয়নার জন্য হলমার্কিং নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। যা গয়না শিল্পের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। ভারতীয় স্ট্যান্ডার্ডাস ব্যুরো  গয়নায় হলমার্কিং-এর ক্ষেত্রে ২৪ ক্যারাট, ২৩ ক্যারাট, ২২ ক্যারাট, ২০ ও ১৮ ক্যারাটের নিয়ম চালু করেছে। 

46
গয়না শিল্পে পুনরুজ্জীবিত

এই হলমার্কিংয়ের ফলে গয়না শিল্প পুনরুজ্জীবিত হয়েছে। বিশেষ করে সোনার দাম যেখানে অনেক গ্রাহককে সোনা কেনা থেকে দূরে থাকতে হচ্ছে। বর্তমানে  ৯ ক্যারাট হলমার্ক যুক্ত ১০ গ্রাম সোনার দাম ৩৭ হাজার টাকা। যা ২৪ ক্যারাটে সোনার দাম ৯৭.৮২৮ এর তুলনায় অনেক কম। ৩ শতাংশ জিএসটি সহ ৯ ক্যারাট সোনার খুচরো মূল্য প্রতি ১০ গ্রামে ৩৮ হাজার ১১০ টাকা।  

56
ক্রেতাদের জন্য স্বস্তির খবর

শুধু তাই নয়, ক্রেতাদের জন্যও রয়েছে বিরাট স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকার ৯ ক্যারাট সোনায় গয়নায় হলমার্ক মঞ্জুর করেছে। এই বিষয়ে ভারতীয় স্ট্যান্ডার্ডাস ব্যুরোকে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। এই বিষয়ে নোটিফিকেশন জারি করেছে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক। 

66
সোনার দামে স্বস্তি

জানা গিয়েছে, যেহেতু হলমার্ক যুক্ত ৯ ক্যারাট সোনার দাম অনেকটাই কম তাই গ্রাহকদের জন্য স্বস্তিও বটে। ভারতের বাজারে যেভাবে সোনার দাম লাফিয়ে বাড়ছে তাতে এটা স্বস্তি দেবে ক্রেতাদের। ফলে অনেক কম দামেই সাধ্যের মধ্যে সোনা কিনতে পারবেন সাধারণ মানুষ। 

Read more Photos on
click me!

Recommended Stories