প্রায় দ্বিগুণ হারে কমে গেল ভারতবাসীর মোট সঞ্চয়ের পরিমাণ! ঋণের দায়ে বেসামাল মধ্যবিত্তরা, এল চাঞ্চল্যকর তথ্য

Published : Jun 01, 2024, 08:48 AM IST
Indian Money

সংক্ষিপ্ত

ঋণের দায়ে বেসামাল মধ্যবিত্তরা!

দিনে দিনে কমছে ভারতবাসীর মোট সঞ্চয়। তিন বছরে প্রায় ১১ লক্ষ কোটি টাকা সঞ্চয় কমেছে ভারতীয়দের। ২০২০-২০২১ অর্থবর্ষে ভারতের মোট পারিবারিক সঞ্চয়ের পরিমাণ ছিল ২৩ লক্ষ কোটি টাকা। ২০২৩-২৪ সালে তা নেমে দাঁড়িয়েছে ১২ লক্ষ কোটি টাকা। বলতে গেলে ভারতে পরিবার পিছু অর্ধেকেরও বেশি সঞ্চয়ের পরিমাণ কমেছে।

কিন্তু অন্যদিকে মধ্যবিত্ত ও গরিবদের মধ্যে ঋণের বোঝা বেড়িয়ে চলেছে। ২০১৮-২০১৯ সালে ভারতে পরিবারগুলির উপর ৭ লক্ষ ৭০ হাজার কোটির ঋণ ছিল। ২০২৩ -২৪ সালে সেই ঋণ গিয়ে দাঁড়িয়েছে, ১৬ লক্ষ কোটি টাকার কাছাকাছি।

অর্থাৎ একদিকে কমেছে সঞ্চয়ের পরিমাণ অন্যদিকে বেড়েছে ঋণের বোঝা। ২০১৭-১৮ সাল মধ্যবিত্ত পরিবার পিছু কিস্তু বাবদ গড়ে তিন হাজার টাকা ঋণ মেটাত। সেখানে চলতি অর্থ বছরে পরিবার পিছু গড়ে ঋণ মেটানোর টাকা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার।

যাদের বার্ষিক আয় বছরে ৬ লক্ষ টাকার কম তদেরই মাসে গড়ে প্রায় ১২ হাজার টাকা করে ঋণ দিতে হচ্ছে। টিভি, ফ্রিজ, গাড়ি, বাড়ি, মোবাইলের ইএমআই দিতেই রোজগারের বেশিরভাগটাই খরচ হয়ে যায়। ভারতের মধ্যবিত্ত ও গরিবেরা প্রচুর পরিমাণে ঋণের ফাঁদে পড়ে গিয়েছেন। এমনই আশঙ্কাজনক তথ্য প্রকাশ করেছে আরবিআই।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল