মেট্রো নেটওয়ার্কে ভারত টেক্কা দিল জাপানকে, বিশ্বের তৃতীয় দেশের সামনে রয়েছে কারা

Published : Jan 05, 2025, 02:53 PM IST

ভারতের মেট্রোর মুকুটে আরও একটি সাফল্য। বিশ্বের তৃতীয় বৃহত্তম হল ভারতের মেট্রো নেটওয়ার্ক। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

PREV
110
ভারতের মেট্রো নেটওয়ার্ক

ভাতরের মেট্রো নেটওয়ার্কের সূচনা হয়েছিল কলকাতা দিয়ে। বর্তমানে, দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ দেশের সবকটি বড় শহরেই রয়েছে মেট্রো রেল।

210
মেট্রো রেলের সাফল্য

বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক রয়েছে ভারতের দখলে। ভারতের আগে রয়েছে চিন আর আমেরিকা।

310
মেট্রোর উদ্বোধন

রবিবার দিল্লি মেট্রো ম্যাজেন্টা লাইনের সম্প্রসারণের উদ্বোধন নরেন্দ্র মোদীর হাতে। তিনি উত্তরপ্রদেশের সাহেবাবাদ ও দিল্লির অশোক নগরের মধ্যে নির্মিত দিল্লি-গাজিয়াবাদ -মিরাট নমো ভারত করিডোরের ১৩ কিলোমিটারের উদ্বোধন করেন.

410
মেট্রো নেটওয়ার্ক

ভারতের মেট্রো নেটওয়ার্ক বেড়েছে ১০০০ কিলোমিটার।

510
১০ বছরের

গত ১০ বছরে, মেট্রো পরিষেবা সহ রাজ্যের সংখ্যা পাঁচটি থেকে বেড়ে হয়েছে ১১টি । মেট্রো থেকে উপকৃত হচ্ছে দেশের ২৩টি শহর।

610
যাত্রী সংখ্যার বৃদ্ধি

২০১৪ সালে যখন মেট্রোতে যাত্রী সংখ্যা ছিল ২৪ লক্ষ। বর্তমানে মেট্রোতে যাত্রী সংখ্যা ১ কোটির বেশি। যা প্রায় আড়াই গুণ বেড়েছে।

710
মেট্রো লাইন বসেছে

মেট্রো রেলে ভ্রমণ করা মোট দূরত্ব তিন গুণ বেড়েছে। বর্তমানে মেট্রো নেটওয়ার্ক ২.৭৫ কিলোমিটার। আগে ছিল ৮৬ হাজার কিলোমিটার।

810
মোদীর কথা

গত দশকে, মেট্রো সংযোগ বৃদ্ধিতে ব্যাপক কাজ করা হয়েছে, এইভাবে শহুরে পরিবহণকে শক্তিশালী করা এবং 'জীবনের সহজতা' উন্নত করা হয়েছে।

910
মেট্রোতে জাপানকে টেক্কা

ভারতের মেট্রো ব্যবস্থা বিশ্বমঞ্চে দ্রুত অগ্রসর হচ্ছে। ২০২২ সালে, মেট্রো রেল প্রকল্পের ক্ষেত্রে ভারত জাপানকে ছাড়িয়ে গেছে।

1010
নজরে কলকাতা

ভারতে মেট্রো নেটওয়ার্কের সবথেকে আকর্ষণীয় হল কলকাতার জলের তলা দিয়ে মেট্রো যাত্রা। যা দেশের প্রাচীনতম দুই শহর হাওড়া আর কলকাতাকে জুড়েছে গঙ্গা নদীর তলা দিয়ে।

click me!

Recommended Stories