ফের কাঠগড়ায় মার্কিন অভিবাসন দফতর, হেনস্তার অভিযোগ ইরানীয় অভিনেত্রীর

  • মধ্য এশিয়ার হানাহানির আঁচ এসে পৌছালো ' হোম ল্যান্ডে' 
  • বর্তমানে ইরান এবং মার্কিন যুক্ত রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে
  • তার খেসারত দিতে হচ্ছে কর্মসূত্রে আমেরিকায় আসা সাধারণ মানুষকে
  • এবার বিমানবন্দরে হেনস্তার মুখে পড়লেন ইরানীয় বংশোদ্ভূত অভিনেত্রী এলনাজ নরৌজি  

ইরানীয় বংশোদ্ভূত। আর সেই কারণেই তাঁকে বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটেকে রেখে হেনস্তা করা হয়েছে। মার্কিন নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন মডেল তথা অভিনেত্রী এলনাজ নরৌজি। অভিযোগ তাঁকে শিকাগো বিমান বন্দরে আটক করা হয়। সেখানে তাঁকে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে কয়েক ঘণ্টা আটকে রাখা হয় বলে তিনি অভিযোগ করেছেন। 
 
বর্তমানে ক্যালিফোর্নিয়ার লস আঞ্জেলেস শহরে রয়েছেন 'স্যাক্রেড গ্যেমস' খ্যাত অভিনেত্রী। হলিউডে নতুন কাজের খোঁজ করতেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন। জার্মানি থেকে বিমানে এসে তিনি প্রথমে শিকাগো বিমানবন্দরে নামেন। ঠিক ছিল সেখান থেকে লস এঞ্জেলেসগামী বিমানে তিনি উঠবেন।  তার অভিযোগ, শিকাগো বিমানবন্দরে পদার্পণ করার মুহূর্ত থেকে তাকে চূড়ান্ত ভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের অসহযোগিতার মুখে পড়তে হয়। পরিস্থিতি এমন পর্যায় পৌছয় যে তিনি তার লস এঞ্জেলেসগামী বিমান ধরতে পারেননি।
   
এলনাজ জানিয়েছেন তাকে প্রায় তিন ঘণ্টা ইমিগ্রেশনে  আটকে রাখা হয়,।  তিনি আরও জানান যেহেতু তাঁর জার্মান পাসপোর্ট। তাই সাধারণত তাঁর যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন পড়ে না। ইতিমধ্যে যেহেতু ট্রাম্প সরকার  ইরানীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি শুরু করেছে তাই তাঁকেও নতুন করে ভিসার আবেদন করতে হয়। এবং সেই কারণেই বাকি সাধারণ ইরানীয়দের মতোই তাকেও দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করে থাকতে হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় তারা কেবল মাত্র দেখে নিতে চাইছিলেন অভিবাসন সংক্রান্ত সমস্ত কাগজপত্র সঠিক রয়েছে কিনা, তাই হয়তো বিলম্ব ঘটেছে।
 
এলনাজ আরও জানান তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয় এবং বহুবার তাঁর সমস্ত অভিবাসন সংক্রান্ত নথিপত্র খুঁটিয়ে দেখেন আধিকারিকেরা। এর ফলে পরবর্তী বিমানটি ধরবার জন্য তাঁকে আরও প্রায় ৬ ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। সেই বিমানটি ধরে অবশেষে তিনি লস এঞ্জেলেসে পৌঁছন। এলনাজ তার অভিনয় জীবন শুরু করেন রোহিত যুগরাজ চৌহান পরিচালিত পাঞ্জাবী সিনেমা ' খিদো খুন্ডি'র মাধ্যমে। তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন ২০১৮ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া 'স্যাক্রেড গ্যেমস' ওয়েব সিরিজ-এ অভিনয়ের সুবাদে।  

পারস্য উপমহাসাগরে ইরানের সঙ্গে প্রথম বিশ্বের ঝামেলা শুরু হয়েছে। বিশেষ করে মার্কিন প্রশাসনের সঙ্গে ইরানের বনিবনা চরমে পৌঁছেছে। সেই কারণেই মার্কিন মুলুকে এখন ইরানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ট্রাাম্প প্রশাসনের বিরুদ্ধে। 

Latest Videos

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul