দশ হাজার টাকা না পেয়ে IRCTC-র ক্যাটারিং ম্যানেজারকে বেধড়ক মার? রেল পুলিশের তোলাবাজি!

Published : Feb 16, 2025, 08:08 PM IST
police reached at mid night

সংক্ষিপ্ত

চলন্ত ট্রেনের মধ্যেই এবার রেল পুলিশের তোলাবাজি। 

অভিযোগ উঠছে, সেই টাকা দিতে রাজি না হওয়ায় উল্টে বেধড়ক মারধরও করা হয় ক্যাটারিং ম্যানেজার হেমন্ত সিংকে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের সুলতানপুর স্টেশনের আইপিএফ ব্যারাকে বন্দি করে রাখা হয় হেমন্তকে এবং কেড়ে নেওয়া হয় সর্বস্ব।

এদিকে চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়ে গেছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, রবিবার এই ঘটনাটি ঘটেছে ১২২৩৭ বেগমপুরা এক্সপ্রেসে। আদতে হেমন্ত সিং থার্ড পার্টির মাধ্যমে ওই ট্রেনের ক্যাটারিং বিভাগের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। তাঁর দাবি, চলন্ত ট্রেনেই তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন।

কর্তব্যরত দুই আরপিএফ সদস্য প্রীতি সিং এবং এসপি উপাধ্যায়। টাকা দিতে না চাওয়ায় উত্তরপ্রদেশের সুলতান স্টেশনে জোর করে নামিয়েও দেওয়া হয় তাঁকে। সেখানে ব্যাপক মারধর করার পাশাপাশি আরপিএফ ব্যারাকে বন্দিও করে রাখা হয় তাঁকে।

সেখান থেকেই তিনি নিজের সেলফি তুলে সংবাদমাধ্যমকে জানান বিষয়টি। সেইসঙ্গে, হেমন্ত দাবি করেছেন, তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেছিল। যার পুরোটাই নাকি কেড়ে নেন পুলিশকর্মীরা। তার মধ্যে ৩৫ হাজার টাকা আবার লখনউতে জমা করার কথা ছিল। হেমন্তের দাবি অনুযায়ী, রেল পুলিশের ব্যারাকে একজন অপরাধীর মতো নৃশংসভাবে মারা হয়েছে তাঁকে।

এদিকে এই ঘটনায় ন্যায় না পেলে আত্মহত্যারও হুমকি দিয়ে রেখেছেন হেমন্ত। এদিকে এই গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রেলের ভূমিকা নিয়ে। যদিও এই বিষয়ে রেলের তরফ থেকে এখনও কোনও বক্তব্য সামনে আসেনি।

PREV
click me!

Recommended Stories

ইউনেস্কোর কালচারাল হেরিটেজ তালিকায় দিওয়ালি, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী
রাহুল গান্ধীর কোনও চারিত্রিক শক্তি নেই! কেন কঙ্গনা এই বিস্ফোরক মন্তব্য করলেন