
কুম্ভ আসলে ফালতু! আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের এই কথায় বিতর্ক শুরু হয়েছে। মহাকুম্ভে যাওয়ার আগে দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। এই ঘটনার প্রতিক্রিয়ায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বলেছেন,'কুম্ভের কী মানে আছে? কুম্ভ ফালতু'। সেইসঙ্গে রেলের ভূমিকা নিয়েও সরব হয়েছে তিনি। বিহারে বিধানসভা নির্বাচন চলতি বছরের শেষেই । তার আগে লালুপ্রসাদ যাদবের এমন কথায় হইচই পড়ে গিয়েছে সর্বত্র।
রবিবার সাংবাদিকদের সামনে লালুপ্রসাদ বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা । সমবেদনা জানাই মৃতদের পরিবারের প্রতি। ১৮ জনের মৃত্যুতে প্রাক্তন রেলমন্ত্রীর নিশানায় রেলের ভূমিকা। গোটা ঘটনার জন্য রেলে ম্যানেজমেন্টকে দায়ী করেছেন তিনি। লালু বলেন, এই ঘটনার দায় নিতে হবে রেলমন্ত্রীকেই। তারপরেই কুম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন লালুপ্রসাদ যাদব। তিনি স্পষ্ট বলেন,“কুম্ভের কোনও আলাদা মাহাত্ম্য আছে নাকি? কুম্ভ আসলে ফালতু।”
কুম্ভনিয়ে লালুর এই বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। বিহারে বিধানসভা নির্বাচন কয়েক মাস বাদেই আর তার আগে লালুর এমন মন্তব্যে শোরগোল পড়েগিয়েছে রাজনৈতিক মহলে। সংবাদ সূত্রে খবর, শনিবার রাতে মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি থেকে ট্রেন ধরতে স্টেশনে উপচে পড়েছিল ভিড় । ট্রেন আসতে দেরি হচ্ছিল। অভিযোগ, দুটি ট্রেন বাতিল করা হয়েছে বলে গুজব ছড়াতেই হুড়োহুড়ি বাধে। যদিও রেল কর্তৃপক্ষের তরফে দাবি, এই কোন ঘোষণা করা হয়নি। ভিড়ের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে । জানা যায়, পদপৃষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।
নয়াদিল্লিতে পদপৃষ্টের ঘটনা নিয়ে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে রেলের ব্যর্থতা এবং অসংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, প্রত্যশিতই ছিল প্রয়াগরাজগামী পুণ্যার্থীরা ভিড় জমাবেন। তাহলে আগে থেকে ব্যবস্থা করা হল না কেন রেলের তরফে? এই দুর্ঘটনাকে সামনে রেখে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও রেল কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেছেন ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।