Note Ban in India: বাড়ছে জাল নোটের রমরমা, বাতিল হচ্ছে এই তিন ধরনের নোট? নয়া নির্দেশ RBI-র

Published : Jun 06, 2025, 08:02 AM IST

Note Ban in India: ৫০০ টাকার নোট বাতিলের গুঞ্জনের মধ্যেই শোনা যাচ্ছে আরও তিন ধরনের নোট বাতিলের খবর। ১০, ২০ এবং ২০০০ টাকার নোট বাতিল হতে পারে। এই প্রোজেক্টের অধীনে ডিজিটাল লেনদেনে জোর দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

PREV
111

প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে জাল নোটের বিষয়টি। শেষ কদিন ধরে ৫০০ টাকার নোট ছিল খবরে।

211

শোনা যাচ্ছিল বন্ধ হয়ে যাচ্ছে ৫০০ টাকা নোট। কারণে বিস্তর ভাবে জাল নোট ছড়িয়ে পড়েছে বাজারে।

311

এবার প্রকাশ্যে আরও এক চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে বাতিল হচ্ছে আরও তিন ধরনের নোট। নয়া নির্দেশিকা দিয়েছে আরবিআই।

411

আরবিআই নতুন প্রকল্প নিয়ে আসছে। যাতে ১০, ২০ এবং ২০০০ টাকার নোট বাতিল করার কথা বলা হয়েছে।

511

জানা যাচ্ছে, মার্কেট থেকে ২ হাজার টাকার উত্তোলনের প্রক্রিয়া গত বছরই সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের মার্চের মধ্যে ৩.৫৬ লক্ষ কোটি টাকার ২ হাজার টাকার নোট ৯৮.২ শতাংশ ব্যাঙ্কে ফেরত পাঠানো হয়েছে।

611

তেমনই অনেকেরই দাবি ইতিমধ্যে ১০ এবং ২০ টাকার নোট নতুন করে ছাপানো হচ্ছে না।

711

এই প্রকল্পের নাম Sa Mudra প্রোজেক্ট। লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থার ওপর জোর দিতেই এমন পদ্ধতি চালু হয়েছে বলে অনেকের দাবি।

811

তেমনই গত বছরের তুলনায় নোট ছাপানোর খরচ বেড়েছে ৬,৩৭২.৮ কোটি টাকা। সে কারণে ডিজিটাইজেশনের ওপর জোর দেওয়া হচ্ছে।

911

তবে, সত্যিই বাজার থেকে ১০, ২০ এবং ২ হাজার টাকার নোট আরবিআই তুলে নেয় কি না, তা সময় হলেই দেখা যাবে।

1011

এদিকে ৫০০ টাকার নোট বাতিল নিয়ে দীর্ঘদিন খবর ছড়িয়েছে। অনেকে দাবি করেছেন ৫০০ টাকার নোট বাতিল হচ্ছে। সে প্রসঙ্গে পিআইবি -র পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।

1111

পিআইবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও RBI ৫০০ টাকার নোট বাতিল নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি।

Read more Photos on
click me!

Recommended Stories