ভারতে এখনও পর্যন্ত এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ বলে জানা গিয়েছে।
27
ইতিমধ্যেই HMPV-রোগের একটি বিশেষ টিম গঠন করেছে আইসিএমআর।
37
"রেসপিটোরি ভাইরাস সার্ভিলেন্স টিম" এর পক্ষ থেকে দেশের সমস্ত VRDL ল্যাব যেখানে এইচএমপি ভাইরাস পরীক্ষার পরিকাঠামো রয়েছে বলে জানা গিয়েছে।
47
নির্দেশ পাঠানো হয়েছে যে এবার যাদের শরীরে HMPV-রিপোর্ট পজিটিভ আসবে তাদের নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি – ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (NIV-ICMR) এর ল্যাবে জিনের বিশ্লেষণ এর জন্য পাঠাতে হবে।
57
ভারতে যারা এইচএমপি ভাইরাসে আক্রান্ত তাদের আক্রান্ত হওয়ার স্টেনও তৎক্ষনাৎ জানা হবে বলে জানা গিয়েছে।
67
তবে এখনও ভাইরাসের চরিত্রের পরিবর্তন ও ও মিউটেশন হয়েছে কি না সে প্রসঙ্গে সঠিক কোনও ধারণা পাওয়া যায়নি।
77
চিনে যে ভাইরাস প্রাদুর্ভাব দেখাচ্ছে, এবং ভারতে যে ভাইরাস প্রাদুর্ভাব দেখা যাচ্ছে দুটো একই ভাইরাস কি না সে প্রসঙ্গেও গবেষণা করছে বিজ্ঞানীরা।