ISJK Terrorist Killed: এএসআই হত্যার বদলা নিল যৌথ বাহিনি, খতম আইএস জঙ্গি

রবিবার ভোরে ভারতীয় সেনাবাহিনী (Indian Army) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের (Jammu And Kashmir Police) যৌথ বাহিনীর গুলিতে খতম ইসলামিক স্টেট (Islamic State) জঙ্গি। পুলিশের এক এসআই হত্যার দায়ে অভিযুক্ত সে।

রবিবার ভোরে ফের এক বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী (Indian Army) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের (Jammu And Kashmir Police) যৌথ বাহিনী। বাহিনীর পক্ষ জানানো হয়েছে এদিন ভোরে অনন্তনাগ জেলায় (Anantanag) বাহিনীর গুলিতে খতম হয়েছে ইসলামিক স্টেট (Islamic State) জঙ্গি গোষ্ঠীর আঞ্চলিক শাখার সঙ্গে যুক্ত এক সন্ত্রাসবাদী। কাশ্মীর জোন পুলিশের (Kashmir Zone Police) ইন্সপেক্টর-জেনারেল বিজয় কুমার বলেছেন, নিহত সন্ত্রাসবাদীর নাম ফাহিম ভাট (Fahim Bhat)। সে সম্প্রতি ইসলামিক স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর বা আইএসজেকে (ISJK) গোষ্ঠীতে যোগ দিয়েছিল এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক এসআই হত্যার দায়ে অভিযুক্ত ছিল।

আইএসজেকে হল ইসলামিক স্টেট  জঙ্গিগোষ্ঠীর একটি সহযোগী সংগঠন। গ্রেটার খোরাসান (Greater Khorasan) বা ইসলামিক স্টেট – খোরাসান প্রদেশ-এর (Islamic State Khorasan Province) অংশ হিসেবে এই গোষ্ঠী দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ায় সক্রিয়। ফাহিম ভাট অনন্তনাগের কাদিপোরা (Kadipora) এলাকার বাসিন্দা ছিল। সম্প্রতি সে আইএসজেকে গোষ্ঠীতে যোগ দিয়েছিল। গত, ২২ ডিসেম্বর বিজবেহারা থানার (Bijbehara Police Station) বাইরে কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মহম্মদ আশরাফ দারকে (Md Ashraf Dar) হত্যা করেছিল সে। এদিন তার বদলা নিল বাহিনী। জানা গিয়েছে, শনিবার রাতেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার শ্রীগুফওয়ারার (Srigufwara), কে কালান এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে একটি সংঘর্ষ শুরু হয়। এরপরই বাহিনীর গুলিতে ওই আইএসজেকে সন্ত্রাসবাদী নিহত হয়।

Latest Videos

শনিবার, আরও দুটি পৃথক সংঘর্ষে আনসার গাজওয়াত উল হিন্দ (AuGH)-এর দুই জঙ্গি এবং লস্কর-ই-তৈবার (LeT) দুইজন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন। তবে, নিরাপত্তা বিশেষজ্ঞরা আনসার গাজওয়াত উল হিন্দ বা লস্কর-ই-তৈবার থেকেও বেশি উদ্বিগ্ন জম্মু ও কাশ্মীরে আইএসজেকে-র বিস্তার নিয়ে। নিউইয়র্কের (New York) ওয়েস্ট পয়েন্টের কমবেটিং টেররিজম সেন্টারের (Combating Terrorism Center) মতে, কাশ্মীর অঞ্চলে যে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান, তাকে কাজে লাগিয়ে কাশ্মীরি জিহাদকে ইসলামি জিহাদি মতাদর্শে প্ররিচালিত করতে পারে এই ধরণের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলি।
 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury