Jaunpur District Hospital: হাসপাতালে বৃহন্নলাদের তাণ্ডব, ডাক্তার-নার্সদের বেধড়ক মার, ভাইরাল ভিডিও

Published : May 31, 2025, 07:17 PM ISTUpdated : May 31, 2025, 07:29 PM IST
Jaunpur District Hospital: হাসপাতালে বৃহন্নলাদের তাণ্ডব, ডাক্তার-নার্সদের বেধড়ক মার, ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

Doctor-nurses beaten: হাসপাতালে ঢুকে চিকিৎসক-নার্সদের বেধড়ক মারধর করল একদল বৃহন্নলা। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলা হাসপাতালে (Jaunpur district hospital)। চিকিৎসক ও নার্সদের মারধরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

Chaos at Jaunpur district hospital: হাসপাতালে ঢুকে বিশৃঙ্খলা, তাণ্ডব, চিকিৎসক-নার্সদের মারধর। না কোনও রোগীর পরিজন বা দুষ্কৃতীদের কাণ্ড নয়, এই ঘটনার সঙ্গে জড়িত বৃহন্নলারা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জৌনপুর জেলা হাসপাতালে (Jaunpur district hospital) শুক্রবার রাতে যা ঘটেছে, তা কেবল চিকিৎসা ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেনি, হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। অমর শহিদ উমানাথ সিং জেলা হাসপাতালে (Amar Shaheed Umanath Singh District Hospital) এক ডজনেরও বেশি বৃহন্নলা আচমকা হাজির হয়ে জরুরি বিভাগে ঢুকে পড়ে। তারা কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের উপর বর্বরভাবে হামলা চালায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওতে দেখা যাচ্ছে, বৃহন্নলারা চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীদের ধাওয়া করে মারধর করছে।

টেবলে উঠে নার্সিং অফিসারকে মার

ভাইরাল ভিডিওতে সবচেয়ে চাঞ্চল্যকর দৃশ্য হল, নার্সিং অফিসার ডাঃ আশিস সিং নিজেকে বাঁচাতে টেবলে উঠে গেলেও, তাতেও বৃহন্নলাদের হামলার হাত থেকে রেহাই পাননি। তাঁকেও মারধর করা হয়েছে। টেবলে রাখা জলের বোতল থেকে শুরু করে লাথি-ঘুষি, সবকিছু ব্যবহার করা হয়েছে। নার্সিং অফিসার কোনওরকমে হামলা এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি জরুরি বিভাগ থেকে বেরোতেই সেখানে থাকা অন্য বৃহন্নলারা তাঁকে আবার ধরে ফেলে মারধর করে।

প্রাণনাশের চেষ্টার অভিযোগ

নার্সিং অফিসারের অভিযোগ, শুক্রবার রাত আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত তাঁর ডিউটি ছিল। তিনি ডিউটিতে যোগ দেওয়ার পরেই একজন মহিলাকে কিছু লোক শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসে। কিন্তু যখন তাদের মেডিকেলের নিয়ম বলা হয় এবং ব্যবস্থা না করা হয়, তখন তারা জোর করে জরুরি বিভাগে ঢোকার চেষ্টা করে। বিবাদ এতটাই বেড়ে যায় যে কিছুক্ষণ পরেই ডজনখানেক বৃহন্নলাকে সঙ্গে নিয়ে সেই লোকগুলি ফিরে আসে এবং হামলা চালায়। নার্সিং অফিসারের আরও অভিযোগ, বৃহন্নলারা তাঁর গলা টিপে প্রাণনাশের চেষ্টাও করেছে।

পুলিশের উপস্থিতিতেই হামলার অভিযোগ

চিকিৎসক ও নার্সদের অভিযোগ, এই ঘটনার সময় হাসপাতাল চত্বরে পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু তারপরেও বৃহন্নলারা জরুরি বিভাগে ঢুকে তাঁদের মারধর করে। এই ঘটনার পর জৌনপুর জেলা হাসপাতালের ইএমও ডাঃ পবন কুমার নগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!