Para teachers removed: একসঙ্গে চাকরি হারালেন ১,৭০০ পার্শ্বশিক্ষক, কারণ কী?

Published : Jun 08, 2025, 07:32 PM ISTUpdated : Jun 08, 2025, 07:35 PM IST
Para teachers removed: একসঙ্গে চাকরি হারালেন ১,৭০০ পার্শ্বশিক্ষক, কারণ কী?

সংক্ষিপ্ত

Para teachers lost job: পশ্চিমবঙ্গে শিক্ষকদের চাকরি হারানো নিয়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এরই মধ্যে বাংলার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে (Jharkhand) পার্শ্বশিক্ষকদের চাকরি হারানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Jharkhand Para Teachers: বাংলার পর এবার ঝাড়খণ্ড (Jharkhand)। ফের চাকরি হারালেন শিক্ষকরা। বাংলার প্রতিবেশী রাজ্যে পার্শ্বশিক্ষকদের (Para teachers) সরিয়ে দেওয়া নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঝাড়খণ্ডে ১,৭০০ জনেরও বেশি পার্শ্বশিক্ষককে সরিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হল তাঁদের ২০ বছরের পুরনো ডিগ্রি। মাধ্যমিক স্তরের পরীক্ষার ফলের ভিত্তিতে এই পার্শ্বশিক্ষকদের নিয়োগ করা হয়েছিল। এখন তাঁদের দশম শ্রেণির পরীক্ষার ফল যাচাই করা হচ্ছে। এই কারণেই পার্শ্বশিক্ষকদের সরিয়ে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে শিক্ষা বিভাগের (Jharkhand Education Project Council) এই পদক্ষেপে শিক্ষক সমাজে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

ঝাড়খণ্ড সরকারের সমালোচনায় বিজেপি

ঝাড়খণ্ড শিক্ষা প্রকল্প পরিষদের পক্ষ থেকে জেলা শিক্ষা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ১,৭০০ পার্শ্বশিক্ষককে পদ থেকে সরিয়ে দিতে হবে। ঝাড়খণ্ডের শিক্ষা প্রকল্প পরিষদের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বিজেপি (BJP) নেতা বাবুলাল মারান্ডি (Babulal Marandi) ঝাড়খণ্ড সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি ২ জুন 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে ঝাড়খণ্ড সরকারকে তোপ দেগেছেন।

বিজেপি নেতার পোস্ট নিয়ে চর্চা

‘এক্স হ্যান্ডলে বাবুলাল লিখেছেন, ’১,৭০০ জনেরও বেশি পার্শ্বশিক্ষককে চাকরিচ্যুত করার ঝাড়খণ্ড সরকারের নির্দেশ অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই পার্শ্বশিক্ষকরা গত ১৫ থেকে ২০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে তাঁদের সেবা দিয়ে আসছেন এবং দুর্গম এলাকায় মানসম্মত শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষকদের চাকরিচ্যুত করলে কেবল তাঁদের ভবিষ্যৎই বিপন্ন হবে না, শিক্ষাব্যবস্থার উপরও এর গভীর প্রভাব পড়বে।' মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) ট্যাগ করে বাবুলাল আরও লিখেছেন, 'শিক্ষকদের অভিজ্ঞতা এবং সেবার প্রতি সম্মান জানানো উচিত। প্রয়োজন হলে তাঁদের জন্য বিশেষ মূল্যায়ন পদ্ধতি বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে তাদের চাকরিও সুরক্ষিত থাকে এবং শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত না হয়।' পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়িয়ে ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথে বিজেপি। পশ্চিমবঙ্গে যেমন শিক্ষকদের চাকরি হারানো নিয়ে সামাজিক সমস্যা তৈরি হয়েছে, ঝাড়খণ্ডে একই পরিস্থিতি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!