কেন্দ্রীয় অধীনস্থ সংস্থায় বিজনেস অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Dec 07, 2025, 09:20 AM IST
AEDO Job Salary in Bihar

সংক্ষিপ্ত

Job News: বছর শেষের আগে কেন্দ্রীয় সরকারি চাকরিতে দারুণ সুযোগ। একাধিক শূন্যপদে চলছে নিয়োগ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের জন্য রয়েছে বছর শেষের আগে সুসংবাদ। এবার নিয়োগ চলছে কেন্দ্রীয় অধীনস্থ সংস্থায় বিজনেস অ্যানালিস্ট পদে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্রি প্রকাশ করেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। আগ্রহী প্রার্থীরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন।

বিজনেস অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ:- 

এই বিষয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, কেন্দ্রীয় অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে বিজনেস অ্যানালিস্ট পদে চাকরিতে লোক নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা একটি। একবছরের মেয়াদে কাজের সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে অভিজ্ঞতার ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। প্রয়োজনে কর্মস্থল পরিবর্তনও হতে পারে।

কীভাবে আবেদন জানাবেন?

উল্লিখিত পোস্টে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক হতে হবে। পাঁচ থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞাপনে নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও অনলাইনে আবেদনের জন্য ডিজিটাল ইন্ডিয়ার ওয়েবসাইটের হোমপেজে গিয়ে সেখান থেকে কেরিয়ার অপশনে গিয়ে সংশ্লিষ্ট পোস্টে ক্লিক করে যাবতীয় তথ্য-ডকুমেন্টস সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে,  বছর শেষের আগে রাজ্য সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। এবার কাজের সুযোগ মিলবে কোচবিহার জেলার স্বাস্থ্য দফতরে। এই জেলায় স্বাস্থ্য ও রোগী কল্যাণ দফতরে একাধিক শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য দফতর। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, এই দফতরের মেডিক্যাল অফিসার এবং কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হবে।

এই বিষয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, উল্লিখিত পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা পাঁচটি। এছাড়াও মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য এক বছরের ইন্টার্নশিপ-সহ এমবিবিএস উত্তীর্ণ যোগ্যতা থাকা আবশ্যক। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া-র অধীনে নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীর বয়স ৬৫ বছর বয়সের মধ্যে হতে হবে। প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পাবেন মাসে ১৩ হাজার টাকা। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞাপনে নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
দেশজুড়ে ইন্ডিগো-র উড়ান পরিষেবায় বিপর্যয়, সিইও-কে শোকজ নোটিস কেন্দ্রের