
আগামী পাঁচ বছরের মধ্যেই ভারত ও কাতারের মধ্যে দ্বিগুণ বাণিজ্য বৃদ্ধি পাবে। ভারতে মোট ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কাতার। একেবারে বদলে যেতে পারে ভারতের রূপরেখা। এই নিয়ে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে।
চুক্তির আগে বৈঠকে বসেছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাতারের আমিরের সঙ্গে এই বৈঠক ভারতের জন্য খুবই কার্যকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার দুই দিনের সফরে ভারতে এসেছেন কাতারের আমির। শেখ তামিমকে স্বাগত জানাতে দিল্লির বিনবন্দরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, কাতারের আমিরকে নিজের 'ভাই'বলে উল্লেখ করেন মোদী।
কাতারের আমিরের সঙ্গে বৈঠকের ছবি সামাজিক মাধ্যমে দিয়েও ভাই বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। এরপরেই বৈঠকের আসল কারণ সামাজিক মাধ্যমে বর্ণনা করেছেন মোদী। তিনি জানিয়েছেন এই বৈঠকের মূল কারণ ছিল বাণিজ্য। ভারত এবং কাতারের মধ্যে বাণিজ্য বাড়াতেই এই বৈঠক করা হয়েছিল। তিনি জানান, বিদ্যুৎ, টেকনোলজি, স্বাস্থ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, গ্রিন হাইড্রোজেন ক্ষেত্রে এক সঙ্গে কাজ করবে ভারত ও কাতার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই ভারত সফরে আসেন আল-থানি। ভারতে এটি তাঁর দ্বিতীয় রাষ্ট্রীয় সফর বলে জানা গিয়েছে। এর আগে ২০১৫ সালের মার্চ মাসে ভারতে আসেন কাতারের আমির।
জানা গিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও একজোট হয়ে কাজ করবে এই দুই দেশ। এ ছাড়াও একাধিক চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে ৫ বছরের মধ্যে এই টাকা বেড়ে গিয়ে প্রায় ২৮ বিলিয়নে দাঁড়াবে বলে অনুমান। আরও চাকরি ছেয়ে যাবে ভারতের বাজারে। কর্মসংস্থান বাড়বে হুড়মুড়িয়ে।