স্ত্রী-সহ মহিলা সহকর্মীদের পোশাক বদলের ভিডিও তুলে হাজতে, শেয়ার করে বিপদে সাংবাদিকও

Published : Jan 10, 2020, 03:05 AM IST
স্ত্রী-সহ মহিলা সহকর্মীদের পোশাক বদলের ভিডিও তুলে হাজতে, শেয়ার করে বিপদে সাংবাদিকও

সংক্ষিপ্ত

মহিলা কর্মীদের পোশাক বদলের ভিডিও তুলেছিল দুই পেট্রোল বাঙ্ক কর্মী মহিলাদের মধ্যে ছিল দুই কর্মীর একজনের স্ত্রী-ও তা শেয়ার করা হল এক সাংবাদিককেও সেই ভিডিও ভাইরাল হতেই বিপদে পড়ল তিন কালপ্রিট  

পেট্রোল বাঙ্কে কাজ করতে গেলে নির্দিষ্ট ইউনিফর্মে পরতে হয়। নির্দিষ্ট ঘরেই মহিলা কর্মচারীরা পোশাক বদলে সেই ইউনিফর্ম পরতেন। গোপনে সেই মুহূর্তের ভিডিও তুলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চেন্নাই পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। তাদের একজন আবার একটি তামিল টিভি চ্যানেলের সাংবাদিক। আপাতত তাদের ঠাই হয়েছে কেন্দ্রীয় কারাগারে।

গ্রেফতার হওয়া বাকি দু'জন ওই পেট্রোল বাঙ্ক-এরই কর্মচারী। ড্রেসিংরুমে তাদের একজন একটি মোবাইল ফোন ক্যামেরা অন করে রেখেছিল। এইভাবে সে মহিলা কর্মীদের পোশাক বদলানোর ভিডিও তুলেছিল। আশ্চর্যের বিষয় সেই মহিলাদের মধ্যে তার স্ত্রীও ছিল। তাদের এই নোংরামি ধরা পড়ে যায় সেই মহিলা কর্মী তথা ধৃতের স্ত্রীয়ের কাছে। তিনি বিষয়টি স্বামীকে জানিয়ে সেই ভিডিও মুছে দেন এবং রাগে ফোনটি ভেঙেও দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তবে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি ছড়াতে থাকে। এরপরই গণতান্ত্রিক মহিলা সমিতি-সহ বিভিন্ন নারী সংগঠনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। জানা যায়, ওই দুই কর্মীর একজন ভিডিওটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। তারপর-ই ঘটনায় প্রবেশ ঘটে টিভি সাংবাদিকের। তাকে ভিডিওটি পাঠায় ওই ধৃত পেট্রোল বাঙ্ক কর্মী। সাংবাদিকই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।

এরপরই পুলিশ তিনজনকেই গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন, নারীর বিরুদ্ধে অপরাধ আইন, নারীর অবমাননা আইন-সহ ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: মেসি উন্মাদনায় ভুগছেন ফুটবলপ্রেমিরা, বিশ্বকাপজয়ী তারকার জন্য বিশেষ মিষ্টি উপহার ফেলু মোদকের
ভারতের উপর ট্রাম্পের ৫০% শুল্ক প্রত্যাহার? মার্কিন কংগ্রেসে প্রস্তাব পেশ তিন সদস্যের