Justice Joymalya Bagchi: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, অংশ নেবেন বিচারপতি জয়মাল্য বাগচী

Published : Mar 17, 2025, 10:14 AM IST
Justice Joymalya Bagchi. (Photo/KolkataHC website)

সংক্ষিপ্ত

দায়িত্ব নিয়েই আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলা (RG Kar Medical Case) শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচী। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জয়মাল্য বাগচী (Joymalya Bagchi)। প্রায় দেড় মাস পর সোমবার সু

নয়াদিল্লি: দায়িত্ব নিয়েই আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলা (RG Kar Medical Case) শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচী। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জয়মাল্য বাগচী (Joymalya Bagchi)। প্রায় দেড় মাস পর সোমবার সুপ্রিম কোর্টে শুরু হতে চলেছে আরজি কর মামলার শুনানি (Supreme Court RG Kar Hearing)।

জানা গিয়েছে, মেয়ের বিচার পেতে রবিবারই রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছেন আরজি করের নিহত নির্যাতিতা তরুণী ডাক্তারের বাবা-মা। এর আগে আরজি কর মামলা নিয়ে সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন নিহত তরুণীর মা-বাবা। CBI তদন্তে গাফিলতির প্রশ্ন তুলে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। বদল করেছেন মামলার আইনজীবীও।

যদিও ততদিনে গত ২৯ জানুয়ারি শিয়ালদহ কোর্টের (Sealdah Court) বিচারক অনির্বাণ দাস (Justice Anirban Das) আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন। শিয়ালদহ কোর্টের রায়ে খুশি ছিলেন না নির্যাতিতার বাবা-মা। নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দীর ভূমিকা নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করে এবং নতুন আবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। পরে, ৭ ফেব্রুয়ারি দ্রুত শুনানির আর্জি জানানো হলেও আদালত তাতে সম্মতি দেয়নি।

এরপর গত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১০ ডিসেম্বর সঞ্জীব কুমারের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হয়। সেই সময় মামলার পরবর্তী দিন হিসেবে ১৭ মার্চ ঠিক হয়। আর এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়ে RG Kar Doctor Case-এর মামলা শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচী।

উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ১০টায় দেশের শীর্ষ আদালতের (Supreme Court) বিচারপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন জয়মাল্য বাগচী। তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ আর জি কর মামলার শুনানিতে অংশগ্রহণ করতে পারেন সদ্য Supreme Court-এর বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়া কলকাতা হাইকোর্টের প্রাক্তন (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল
৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না