Mohammed Shami: এবার ইস্যু হোলি খেলা, শামির পর জামাত প্রধানের রোষে তাঁর ছোট্ট মেয়ে

Published : Mar 16, 2025, 07:39 PM ISTUpdated : Mar 16, 2025, 08:11 PM IST
mohammed shami daughter holi

সংক্ষিপ্ত

Maulana Shahabuddin Razvi: কিছুদিন আগে ক্রিকেটার মহম্মদ শামিকে আক্রমণ করেছিলেন মৌলানা শাহাবুদ্দিন রজভি বরেলভি। এবার অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি নিশানায় শামির মেয়ে।

Mohammed Shami: আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) চলাকালীন রোজা পালন না করায় অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি (All India Muslim Jamaat president) মৌলানা শাহাবুদ্দিন রজভি বরেলভির (Maulana Shahabuddin Razvi) রোষের মুখে পড়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। এবার তাঁর মেয়েও জামাত প্রধানের রোষে পড়ল। হোলি (Holi 2025) উৎসবে যোগ দিয়েছিল শামির মেয়ে। এই কারণে তার সমালোচনা করেছেন মৌলানা। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ও ছোট মেয়ে। ও যদি কিছু না বুঝে হোলি খেলে, তাহলে সেটা অপরাধ নয়। কিন্তু ও যদি সবকিছু বুঝতে পারার পরেও হোলি খেলে, তাহলে সেটা শরিয়তের বিরোধী হিসেবে বিবেচনা করা হবে।’ শামির পর এবার তাঁর মেয়েকেও আক্রমণ করায় ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে মৌলানা। অনেকেই তাঁর সমালোচনা করছেন। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে।

শামির পরিবারকেও আক্রমণ মৌলানার

হোলি খেলা নিয়ে শামি ও তাঁর পরিবারের সদস্যদেরও আক্রমণ করেছেন জামাত প্রধান। তাঁর বক্তব্য, ‘শামি ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার আবেদন, শরিয়তে যা বলা নেই, সন্তানকে সেসব করতে দেবেন না। হিন্দুদের কাছে হোলি অনেক বড় উৎসব। কিন্তু মুসলিমদের হোলি এড়িয়ে চলা উচিত। শরিয়ত জানার পরেও যদি কেউ হোলি পালন করে, তাহলে সেটা অপরাধ।’

বারবার বিতর্কে মৌলানা

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ চলাকালীন মাঠেই শামিকে পানীয় গ্রহণ করতে দেখা যায়। এই ঘটনার জন্য তাঁকে আক্রমণ করে মৌলানা বলেন, 'ইসলামে উপবাস রাখা কর্তব্য। যদি কেউ ইচ্ছাকৃতভাবে উপবাস এড়িয়ে যায়, তাহলে সে পাপী। ক্রিকেটার মহম্মদ শামিও উপবাস পালন করেনি। ও পাপ করেছে। ও একজন অপরাধী।' জামাত প্রধানের এই বক্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্ক হয়। কিন্তু এরই মধ্যে শামির মেয়েকেও আক্রমণ করলেন মৌলানা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!