
Jyoti Malhotra Youtuber: পাকিস্তান থেকে ফিরে এসে ঠিক কী কী নোট লিখেছিলেন জ্যোতি মালহোত্রা? তা নিয়েই এবার শুরু হয়েছে তদন্ত। ইউটিউবার জ্যোতির সেই ডায়েরি এবার বাজেয়াপ্ত করেছে পুলিশ (jyoti malhotra youtuber pakistan)।
সেখানে লেখা ছিল অনেক কথা এবং সেই সফরের অভিজ্ঞতা। এই মুহূর্তে তাঁর সেই হরিয়ানা পুলিশের হাতে এসেছে। সেই ডায়েরির প্রতিটি পাতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গত ১৬ মে, হরিয়ানার হিসার থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গত দুই সপ্তাহে ঠিক একই অভিযোগে হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ থেকে জ্যোতি সহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ (pakistan jyoti malhotra)।
কখনও তা ইংরেজিতে কিংবা কখনও আবার লিখতেন হিন্দিতে। এদিকে তদন্তকারীদের একটি অংশ মনে করছে, এই ডায়েরি আসলে তাঁর বিরুদ্ধে পাকিস্তানি চরদের সঙ্গে যোগাযোগ করার অভিযোগ নিয়ে একাধিক তথ্য দিতে পারে (jyoti malhotra instagram video)।
সূত্র মারফত জানা গেছে, ঐ ডায়েরিতে ১০-১১ পাতা জুড়ে পাকিস্তান সফর নিয়ে অনেককিছুই লিখেছিলেন জ্যোতি। আর তার মধ্যে ইংরেজিতে লেখা মোট ৮ পাতার একটি নোটও রয়েছে। এবার সেই নোটে পাকিস্তানে বেড়ানো নিয়ে নানারকম তথ্য রয়েছে বলে জানা গেছে। আর হিন্দিতে তিনি মোট ৩ পাতার নোট লিখেছিলেন।
ডায়েরির হিন্দিতে লেখা অংশ আদতে পাকিস্তান থেকে ফিরে এসেই জ্যোতি লিখেছিলেন বলে মত অনেকের। সেখানে দুই দেশের সম্পর্কের বিষয় নিয়েও নিজের ইচ্ছাগুলি প্রকাশ করেছিলেন তিনি। সেই ইউটিউবার হিন্দিতে লেখেন, "পাকিস্তানে ১০ দিনের সফর শেষে আমি আজ আমার দেশ ভারতে এসে পৌঁছেছি। এই সীমান্ত-দূরত্ব ঠিক কতদিন থাকবে, আমি জানি না। কিন্তু দুই দেশের মানুষের মন থেকে এই মান অভিমান মুছে যাক। আমরা সকলে একই ভূমি এবং একই মাটির।’’
পুলিশের একটি সূত্রের মতে, পাকিস্তানে জ্যোতি যে আতিথেয়তা পেয়েছিলেন, তার প্রশংসা করে অনেককিছুই লিখেছেন সেই ডায়েরিতে। এমনকি, দেশভাগের সময় পাকিস্তান থেকে বহু হিন্দু এই দেশে চলে আসেন। তারা যাতে পাকিস্তানে নিজের পূর্বপুরুষের ভিটেতে বেড়াতে যেতে পারেন, তা নিয়েও আশা প্রকাশ করেন জ্যোতি। শুধু তাই নয়, পাকিস্তানের মন্দির এবং গুরুদ্বারে যাতে এই দেশের মানুষ সহজেই পৌঁছতে পারেন, সেই ইচ্ছাও নাকি প্রকাশ করেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।