Karnataka election: 'কংগ্রেস মুক্ত ভারত' নয় বরং 'বিজেপি মুক্ত দক্ষিণ ভারত', বিজেপির সুরে পালটা আক্রমণ মল্লিকার্জুন খাগড়ের

কর্ণাটকে পরাজয়ের সঙ্গে সঙ্গে দক্ষিণের একমাত্র রাজ্যও হাতছাড়া হল বিজেপি। এই জয়েকে 'বিজেপি মুক্ত দক্ষিণ ভারত' বলে আখ্যা দিলেন খাগড়ে।

Web Desk - ANB | Published : May 13, 2023 4:24 PM IST

কর্ণাটকে নিরঙ্কুশ জয় পেল কংগ্রেস। হাত ঝড়ে টিকতে পারল না বিজেপি জেডিএস। এর মধ্যেই বিজেপির নিজের সুরেই গেরুয়া শিবিরকে বিঁধলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজেপির 'কংগ্রেস মুক্ত ভারত'-এর সুরেই এবার পালটা আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি। কর্ণাটকে পরাজয়ের সঙ্গে সঙ্গে দক্ষিণের একমাত্র রাজ্যও হাতছাড়া হল বিজেপি। এই জয়েকে 'বিজেপি মুক্ত দক্ষিণ ভারত' বলে আখ্যা দিলেন খাগড়ে।

শনিবার কর্ণাটকে জয়ের সঙ্গে সঙ্গেই বিজেপিকে নিশানা করলেন খাগড়ে। এদিন তিনি বলেন,'এটা একটা বড় জয়। এর মধ্য দিয়ে গোটা জাতির মধ্যে নতুন শক্তির সঞ্চার হয়। বিজেপি আমাদের কটূক্তি করত এবং বলত আমরা কংগ্রেস মুক্ত ভারত করব। এখন সত্য হল এটি বিজেপি মুক্ত দক্ষিণ ভারত।' তিনি আরও বলেন,'অহংকারী বক্তব্য আর কাজ করবে না এবং মানুষের দুর্ভোগ বোঝা উচিত।'

এদিন বিজেপিকে সরাসরি একহাত নিলেন রাহুল গান্ধী। দলের এই বিপুল জয় পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার কর্ণাটকে ভালোবাসার বিপণি খোলার বার্তা দেন। পাশাপাশি এই জয়কে পেশির আস্ফালনের সামনে মানুষের রায়ের জয় বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিক বৈঠকের মাধ্যমে দলের কর্মীদের শুভেচ্ছাও জানালেন রাহুল। কর্ণাটকে বিপুল ভোটে জয়ের পর সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন,'সমস্ত কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। কংগ্রেস কর্ণাটকের গরীব মানুষের পাশে ছিল।' তিনি আরও বলেন,'পেশির আস্ফালনের সামনে জনশক্তির জয় হল। কর্ণাটক যা করে দেখাল, এরপর প্রতিটি রাজ্য এই মডেল তৈরি করবে।' রাহুলের সংযোজন,'কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, এবার ভালোবাসার বিপণি খুলবে। মানুষ দেখিয়ে দিল ভালোবাসার জয় অবসম্ভাবি।'

 

Read more Articles on
Share this article
click me!