ভোটের ফল প্রকাশের পরেই কর্ণাটকে ইস্যু বজরং দল। বিশ্ব হিন্দু পরিষদ কংগ্রেসকে হুমকি দিয়েছে। পাল্টা কংগ্রেসের আস্থা হনুমানের ওপর।
কর্ণাটক বিধানসভা নির্বাচনে সবথেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল বজরং দল। কংগ্রেস নির্বাচনী ইস্তেহারে বজরং দলকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছিল। যা নিয়ে তীব্র সমালোচনা করেছিল বিজেপি। কিন্তু ভোটের ফল প্রকাশের পরেই বজরং দলই ইস্যু হয়ে রইল কর্ণাটকের। কর্ণাটকে বড় সাফল্যের মুখ দেখেছে কংগ্রেস। অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি। এই অবস্থায় বিশ্ব হিন্দু পরিষদ জানিয়ে দিয়েছে বজরং দলকে নিষিদ্ধ করার কংগ্রেসের হুমকিতে ভয় পায় না তারা। অন্যদিকে একাধিক কংগ্রেস নেতা জানিছেন বিজেপির মেরুকরণের রাজনীতি কর্ণাটকে কাজ করেনি। পাশাপাশি কংগ্রেসের দাবি ভগবান হনুমান তাদের সঙ্গেই রয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদঃ
বজরং দল হল বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা। শনিবার বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মকর্তা জানিয়েছেন, কংগ্রেস বজরং দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার যে হুমকি দিয়েছে তা নিয়ে তারা ভয় পায় না। সংগঠনের সাধারণ সম্পাদক নিলিন্দ পারন্দে ইন্দোরে সাংবাদিক সম্মেলন বলেছেন, যদি কংগ্রেস হিন্দুদের প্রতি ঘৃণা থেকে বজরং দলকে নিষিদ্ধ করে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি মনে করিয়ে দেন রামজন্মভূমি আন্দোলনের সময় বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু আদালতে তা ভুল বলে বাতিল করে দেয়।
কংগ্রেসঃ
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল বলেছেন, কর্ণাটকে নির্বাচনকে মেরুকরণ করার বিজেপির প্রচেষ্টা ব্যর্থ করেছে জনগণ। তিনি আরও বলেন বজরংবলি শতাব্দী প্রাচীন দলের সঙ্গেই রয়েছে। দলের জয়ের জন্য তিনি সনিয়া, রাহুল, প্রিয়াঙ্গা ও মল্লিকার্জুন খাড়গে অভিনন্দন জানিয়েছেন। কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ বলেছেন, বিজেপি বজরং দলের সঙ্গে বজরং বলির তুলনা করেছে। যা মেনে নিতে পারেনি কর্ণাটকের জনগণ। পাশাপাশি ভবগান হনুমানও প্রতিষোধ নিয়েছে। জম্মু ও কাশ্মীরে কংগ্রেস নেতা কর্ণাটক জয়ের জন্য রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, কর্ণাটক জয় ধর্মনিরপেক্ষতার জয়। বজরং বলির নামে কর্ণাটকের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল বিজেপি। কংগ্রেস নেতা সলমন সোজ বলেন, হনুমান আমাদের শিশুদের বরাবরই প্রিয়। অগ্রাসী হিন্দুত্ববাদীরে হনুমানকে একজন রাগী দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কিন্তু তিনি প্রকৃতপক্ষে প্রেম, ভক্তি, আর জ্ঞানের প্রতীক। তিনি মজা করতে পছন্দ করেন। তিনি তাঁর প্রভুকে আনন্দ দিতেন বলেও জানিয়েছেন। তিনি আরও বলেছেন কর্নাটকের ভোটারা বজরং বলি আর বজং দলের লুম্পেনদের মধ্যে ফারাক করতে পেয়েছে।
শিবসেনাঃ
সঞ্জয় রাউত একদিকে ভগবান হনুমানের ছবি এবং অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীর একটি ছবি টুইট করেছেন। ভগবান হনুমানের ছবির উপরে লেখা ছিল 'বজরংবলি ১৩০ প্লাস' এবং মোদির ছবির উপরে লেখা ছিল 'বজরং দল ৬০ প্লাস'। ছবির পাশাপাশি তিনি লিখেছেন, ‘জয় হিন্দ’। তিনি যখন এই পোস্টটি করেন তখন কংগ্রেস ১৩০ আসন জয় করেছে।