Karnataka: বেসরকারি চাকরিতে স্থানীয়দের জন্য সংরক্ষণ বিল নিয়ে বিতর্ক, পিছু হটল কর্ণাটক সরকার

সরকারি চাকরিতে সংরক্ষণ রাখা উচিত কি না, এই বিতর্ক যখন তুঙ্গে উঠেছে, তখন বেসরকারি চাকরিতেও সংরক্ষণ চালু করার চেষ্টা করছে কর্ণাটক সরকার।

কর্ণাটকে বেসরকারি চাকরিতে স্থানীয়দের জন্য সংরক্ষণ সংক্রান্ত বিল কার্যকর করা নিয়ে আপাতত এগোচ্ছে না কর্ণাটক সরকার। তথ্য-প্রযুক্তি ও অন্যান্য শিল্পক্ষেত্রে ব্যাপক সমালোচনার মুখেই এই সিদ্ধান্ত নিল সিদ্দারামাইয়া সরকার। শিল্প ও বাণিজ্য মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখে কর্ণাটকের মানুষের আবেগে সুড়সুড়ি দেওয়ার বদলে সুর নরম করল রাজ্য সরকার। উপমুখ্যমন্ত্রী ডে কে শিবকুমার দাবি করেছেন, ‘আমরা শিল্প বাণিজ্য মহলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করব। শিল্প গোষ্ঠী ও কর্মীদের চেয়ে আমরা বেশি চিন্তিত। আমরা কোথায় কন্নড় ভাষাভাষীদের চাকরির সুযোগ করে দিতে পারি সেটা দেখব।’ কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গের দাবি, ‘শ্রম দফতর বেসরকারি চাকরিতে সংরক্ষণের বিল পেশ করেছে। বণিকসভার সঙ্গে এখনও আলোচনা করেনি শ্রম দফতর। শ্রমমন্ত্রী, তথ্য-প্রযুক্তি দফতরের সঙ্গেও আলোচনা হয়নি। আমি নিশ্চিত, এই বিল আইনে পরিণত হওয়ার আগে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করা হবে। তার চেয়েও বড় কথা, শিল্প ও বাণিজ্য মহলের সঙ্গে আলোচনা করা হবে।’

কর্ণাটকে কাজ হারাবেন ভিনরাজ্যের বাসিন্দারা!

Latest Videos

কর্ণাটক সরকারের পেশ করা বিলে বলা হয়েছে, বেসরকারি সংস্থাগুলিতে ম্যানেজমেন্ট পজিশনে ৫০ শতাংশ স্থানীয় বাসিন্দাকে নিয়োগ করতে হবে। নন-ম্যানেজমেন্ট পজিশনে কর্ণাটকের বাসিন্দাদের জন্য ৭৫ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার এই বিলে অনুমোদন দিয়েছে। তবে এখনও বিধানসভায় বিল পেশ করা হয়নি। শিল্প ও বাণিজ্য মহল তীব্র ক্ষোভপ্রকাশ করায় এখন কর্ণাটক সরকার বলছে, বিধানসভায় বিল পেশ করার আগে ফের খতিয়ে দেখবে। বৃহস্পতিবার বিধানসভায় বেসরকারি চাকরিতে সংরক্ষণ সংক্রান্ত বিল পেশ করার কথা ছিল। তবে এখনই হয়তো বিধানসভায় এই বিল পেশ করছে না কর্ণাটক সরকার।

বিল প্রত্যাহারের দাবি ন্যাসকমের

তথ্য-প্রযুক্তি শিল্প সংক্রান্ত সংগঠন ন্যাসকমের দাবি, কর্ণাটক সরকারের এই বিল উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে, বিভিন্ন সংস্থাকে কর্ণাটক ছেড়ে চলে যেতে বাধ্য করবে, নতুন সংস্থা গঠনে বাধা হয়ে দাঁড়াবে। এই কারণে বিল প্রত্যাহার করা উচিত রাজ্য সরকারের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সংরক্ষণ বিলে সম্মতি দিয়েও পোস্ট মুছে ফেললেন মুখ্যমন্ত্রী, তাহলে বাতিল হতে চলেছে কোটা সিস্টেম?

Muslim Reservation: বিজেপি বিরোধিতা করলেও অন্ধ্রপ্রদেশে মুসলিম-সংরক্ষণ চালিয়ে যাবে শরিক টিডিপি

Agniveers: অগ্নিবীর নিয়ে বিতর্কের মধ্যেই বড় পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রকের, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশে ১০ শতাংশ সংরক্ষণ

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি